WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন 2026 | Class 12 4th Semester History suggestion 2026 | Class 12 Semester 4 History Suggestion 2026

0
দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন 2026
ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন 2026 সালের ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করে দিলাম। এই সাজেশন থেকে পরীক্ষায় বহু প্রশ্ন কমন পাবেন। তোমাদের সুবিধার জন্য অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলিকে সাজিয়ে দিয়েছি। তবে সাজেশন এর সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের প্রকাশিত দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন E-Book(PDF)টি কিনতে হবে। এই E-Book(PDF) টির মধ্যে সাজেশন এর সমস্ত প্রশ্নের উত্তর গুলি পয়েন্টভিত্তিক করে খুব সুন্দর করে উপস্থাপন করে দেওয়া হয়েছে, যাতে পরীক্ষায় পুরো নম্বর পাওয়া যায়। তাই প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন 2026

🔹 Class 12 4th Semester History suggestion 2026

তৃতীয় অধ্যায় : বিদ্রোহ এবং ব্রিটিশরাজ
👉 প্রারম্ভিক তথ্য : দ্বাদশ শ্রেণির ইতিহাস সিলেবাসে তৃতীয় সেমিস্টারে প্রথম ও দ্বিতীয় অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে, আর চতুর্থ সেমিস্টারে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় নির্ধারিত হয়েছে। চতুর্থ সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় তৃতীয় অধ্যায় “বিদ্রোহ এবং ব্রিটিশরাজ” থেকে মোট 7 নম্বর আসবে। এর মধ্যে 3 নম্বর মানের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যেকোনো একটি করতে হবে এবং 4 নম্বর মানের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যেকোনো একটি করতে হবে। এখান থেকে পরীক্ষায় 8 নম্বর মানের কোন বড় প্রশ্ন আসবে না অর্থাৎ মোট 3+4 =7 নম্বর। এই অধ্যায় থেকে 2026 সালের পরীক্ষায় যেসব প্রশ্নগুলি আসার সম্ভাবনা বেশি, সেগুলি এখানে দেওয়া হয়েছে। লক্ষ্য রাখতে হবে যে 3 নম্বর ও 4 নম্বর মানের প্রশ্নগুলো একসঙ্গে উল্লেখ করা হয়েছে, কারণ উত্তরের আকারে সাধারণত তেমন বড় কোনো পার্থক্য থাকে না। তবে পরীক্ষায় 3 নম্বর মানের প্রশ্ন এলে উত্তরে একটু সংক্ষিপ্তভাবে লিখতে হবে বা প্রয়োজনে একটি পয়েন্ট বাদ দেওয়া যেতে পারে।
[প্রতিটি প্রশ্নের মান : 3/4]
1. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক কারণ লেখো। 
অথবা, মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো।
অথবা, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের পশ্চাতে রাজনৈতিক ক্ষোভ-বিক্ষোভ কতটা দায়ী ছিল?
2. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণ উল্লেখ করো।
অথবা, মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো।
3. ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম ‘স্বাধীনতার যুদ্ধ’ বলা কি যুক্তিসংগত ?
অথবা, ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম সংগ্রাম বা জাতীয় বিদ্রোহে বলা কতটা যুক্তিযুক্ত আলোচনা করো।
4. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো।
অথবা, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন ? 
অথবা, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো।
5. 1857 সালের মহাবিদ্রোহের ফলাফলগুলি আলোচনা করো। 
অথবা, মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশের প্রশাসনিক ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন হয়?
6. 1857-র বিদ্রোহ কী সিপাহি বিদ্রোহ ছিল ?
7. 1857-র মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণির বিদ্রোহ বলা যায় ?
8. টীকা লেখো : মহারানির ঘোষণাপত্র (১৮৫৮ খ্রিস্টাব্দ)
অথবা, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখ।
9. 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ? 
অথবা, 1857 সালের বিদ্রোহকে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণি সমর্থন কেন করেনি ?
10. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের সামাজিক কারণ উল্লেখ করো।
অথবা, মহাবিদ্রোহের সামাজিক কারণগুলি আলোচনা করো।
11. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পশ্চাতে ধর্মীয় কারণ উল্লেখ করো।
অথবা, মহাবিদ্রোহের ধর্মীয় কারণগুলি আলোচনা করো।
12. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সামরিক কারণ উল্লেখ করো।
অথবা, মহাবিদ্রোহের সামরিক কারণগুলি আলোচনা করো।
13. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে হিন্দু-মুসলমান ঐক্যের ওপর একটি টীকা লেখো।
অথবা, মহাবিদ্রোহের সময় হিন্দু-মুসলিম ঐক্যের পরিচয় দাও
14. 1857 সালের মহাবিদ্রোহের পশ্চাতে চূড়ান্ত বা তাৎক্ষণিক কারণটি উল্লেখ করো।
অথবা, টীকা লেখ : এনফিল্ড রাইফেল
অথবা, 1857 সালের মহাবিদ্রোহকে এনফিল্ড রাইফেলের প্রবর্তন কীভাবে ত্বরান্বিত করেছিল ?
Class 12 4th Semester History Suggestion E-Book 2026
📘  দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন ই-বুক (PDF)
📚 কেন এই ই-বুক(PDF)টি কিনবেন?
📚 WBCHSE বোর্ডের পরীক্ষার জন্য একদম সাজানো প্রশ্নের সম্ভার।
✅ Chapter-wise গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নোত্তর।
✅ সহজ সরল শব্দ প্রয়োগ করে প্রতিটি উত্তর লেখা হয়েছে।
✅ প্রতিটি উত্তর যথাযথ পয়েন্ট ভিত্তিক করে দেওয়া হয়েছে। 
✅ মোবাইল, ট্যাব ও ল্যাপটপ - সব ডিভাইসে পড়ার উপযোগী PDF ফরম্যাট।
✅ লেখার ফন্ট ছোট রাখা হয়েছে, যাতে জেরক্স করতে কম খরচ হয়।
🔹 অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা প্রণীত
🔹 বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণভিত্তিক প্রস্তুতি।
🛍 ই-বুকটি পেতে Call & WhatsApp করুন : 9883566115
চতুর্থ অধ্যায় : জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ
👉 প্রারম্ভিক তথ্য : দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় চতুর্থ অধ্যায় “জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ” থেকে মোট 19 নম্বর আসবে। এর মধ্যে 3 নম্বর মানের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যেকোনো একটি করতে হবে, 4 নম্বর মানের 4 টি প্রশ্ন দেওয়া থাকবে, যেকোনো 2 টি করতে হবে। এবং 8 নম্বর মানের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যেকোনো একটি করতে হবে অর্থাৎ মোট 3+8+8=19 নম্বর। এই অধ্যায় থেকে 2026 সালের পরীক্ষায় যেসব প্রশ্নগুলি আসার সম্ভাবনা বেশি, সেগুলি নিচে দেওয়া হয়েছে।
[প্রতিটি প্রশ্নের মান : 3/4]
1. আলিগড় আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল লেখ ?
2. মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো।
3. দ্বিজাতিতত্ত্ব বলতে কী বোঝ ?
অথবা, ভারতে 'দ্বিজাতিতত্ত্ব'-এর সূচনা কীভাবে হয় ?
4. ভারতে দ্বিজাতিতত্ত্বের প্রচারে স্যার সৈয়দ আহমেদ খানের অন্যতম পৃষ্ঠপোষক রূপে থিওডোর বেকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
অথবা, থিওডোর বেক কে ছিলেন ?
5. ভারতে দ্বিজাতিতত্ত্বের প্রচারে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো।
6. দ্বিজাতিতত্ত্বের প্রচার এবং প্রসার কীভাবে ভারত বিভাজনকে ত্বরান্বিত করেছিল?
7. মুসলিম সমাজের সাংস্কৃতিক উন্নয়নে ও বৌদ্ধিক জাগরণে তহজীব-আল-আখলাখ পত্রিকার ভূমিকা উল্লেখ করো।
অথবা, "তহজীব আল আখলাখ" পত্রিকার মূল লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল ?
8. মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও প্রাথমিক লক্ষ্য কী ছিল ?
অথবা, মুসলিম লীগ কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?
9. মুসলিম লীগ 'মুক্তি দিবস' কবে ও কেন পালন করেছিল ?
10. মহম্মদ আলি জিন্নাহ্ চৌদ্দ দাবি পেশ করেন কেন ?
অথবা, টীকা লেখো : চৌদ্দ দফা দাবি।
11. টীকা লেখো : মুসলিম লীগের লাহোর অধিবেশন (1940)।
12. সিমলা বৈঠক (সিমলা ডেপুটেশন) ভারত ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন ?
13. সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো।
14. ভারতে সাম্প্রদায়িক রাজনীতির বিকাশে হিন্দু মহাসভার অবদান আলোচনা করো।
15. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কিত 'সেফটি ভাল্ভতত্ত্ব' আলোচনা করো।
16. কংগ্রেসের নরমপন্থী রাজনীতি বলতে কী বোঝায় ?
অথবা, জাতীয় কংগ্রেসের আদিপর্বের নেতৃবৃন্দ 'নরমপন্থী' নামে কেন পরিচিত?
অথবা, জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলতে কি বোঝায় ?
17. জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের কার্যাবলি সম্পর্কে যা জান লেখো।
অথবা, নরমপন্থী নেতাদের প্রধান দাবিগুলি কি কি ছিল ?
অথবা, জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের বিভিন্ন দাবিদাওয়াগুলি উল্লেখ করো।
18. নরমপন্থীদের কার্যপদ্ধতিকে 'রাজনৈতিক ভিক্ষাবৃত্তি' বলা হয় কেন?
অথবা, জাতীয় কংগ্রেসের আদি পর্বের নেতৃবৃন্দের কার্যকলাপ কীভাবে সমালোচিত হয়েছে ?
19. জাতীয় কংগ্রেসে নরমপন্থীদের অবদান আলোচনা করো।
20. টীকা লেখো :  জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন। 
অথবা, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন ?
21. চরমপন্থী বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের পটভূমি বিশ্লেষণ করো।
22. বিংশ শতকের গোড়ায় ভারতে সশস্ত্র বিপ্লবাদের উত্থানের কারণগুলি কী ছিল লেখ ?
23. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা আলোচনা করো।
24. মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে মিত্র মেলার ভূমিকা আলোচনা করো। 
25. ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে বিপিনচন্দ্র পালের অবদান আলোচনা করো। 
26. ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে লালা লাজপত রায়ের অবদান আলোচনা করো।
27. ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে বাল গঙ্গাধর তিলকের অবদান আলোচনা করো।
28. ভারতের স্বাধীনতা আন্দোলনে অরবিন্দ ঘোষের ভূমিকা আলোচনা করো।
29. বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান আলোচনা করো।
অথবা, টীকা লেখো : অনুশীলন সমিতি।
30. বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যুগান্তর দলের অবদান আলোচনা করো।
অথবা, টীকা লেখো : যুগান্তর দল
31. টীকা লেখো : চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।
32. টীকা লেখো : আলিপুর বোমা মামলা
33. সত্যাগ্রহ ধারণাটি কী ?
অথবা, গান্ধিজির 'সত্যাগ্রহ আদর্শ' সম্পর্কে কী জান ?
34. ‘চম্পারণ সত্যাগ্রহ’ আন্দোলন সম্পর্কে কী জান ?
অথবা, গান্ধিজির ‘চম্পারণ সত্যাগ্রহ’ আন্দোলন সম্পর্কে টীকা লেখো।
35. গান্ধিজির খেড়া বা খেদা সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে কী জান ?
অথবা, টীকা লেখো : খেড়া সত্যাগ্রহ ।
36. গান্ধিজির আমেদাবাদ সত্যাগ্রহ সম্পর্কে কী জান ?
অথবা, টীকা লেখো : আমেদাবাদ সত্যাগ্রহ।
37. অহিংস অসহযোগ আন্দোলনের প্রধান কারণগুলি লেখ।
38. অসহযোগ আন্দোলনের মূল কর্মসূচিগুলি কী ছিল?
39.  অসহযোগ আন্দোলনে জনগণের অংশগ্রহণের প্রকৃতিতে উল্লেখ করো।
অথবা, অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ অংশগ্রহণ করেছিল কিভাবে?
40. অহিংস-অসহযোগ আন্দোলনে নারী সমাজের যোগদান বা অবদান আলোচনা করো।
41. অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো।
অথবা, অসহযোগ আন্দোলনকে কি ব্যর্থ বলা যায় ? 
42. গান্ধিজি অসহযোগ আন্দোলন মাঝপথে প্রত্যাহার করে ছিল কেন? 
অথবা, টীকা লেখো : চৌরি চৌরার ঘটনা।
43. আইন-অমান্য আন্দোলনের মূল কারণগুলি লেখ।
অথবা, আইন-অমান্য আন্দোলনের প্রেক্ষাপট কী ছিল?
44. আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা বা অবদান উল্লেখ করো।
অথবা, আইন অমান্য আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।
45. আইন অমান্য আন্দোলনের গুরুত্ব আলোচনা করো।
46. ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কেমন ছিল?
47. গান্ধিজির নেতৃত্বে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ধারায় কী রূপান্তর ঘটেছিল আলোচনা করো।
48. টীকা লেখো : গান্ধি-আরউইন চুক্তি / দিল্লি চুক্তি।
49. টীকা লেখো : দ্বিতীয় গোল টেবিল বৈঠক।
50. টীকা লেখো : পুণা চুক্তি।
51. ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক পটভূমি কী ছিল?
অথবা, ভারত ছাড়ো আন্দোলনের মূল কারণগুলি আলোচনা করো।
52. ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য/গুরুত্ব আলোচনা করো।
53. ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।
54. মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন?
55. ফরওয়ার্ড ব্লক কে, কেন প্রতিষ্ঠা করেন?
অথবা, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করো।
56. নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজকে কীভাবে পুনর্গঠিত করেন?
57. ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণগুলি লেখো।
58. 1946 সালের নৌ-বিদ্রোহের তাৎপর্য / ফলাফল আলোচনা করো।
59. ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের প্রস্তাব বা সুপারিশগুলি লেখো।
অথবা, টীকা লেখ : ক্যাবিনেট মিশন
60. টাকা লেখো : মাউন্টব্যাটেন পরিকল্পনা।
অথবা, মাউন্টব্যাটেন পরিকল্পনা দেশ ভাগকে অনিবার্য কিভাবে করে তুলেছিল ?
61. ভারতের স্বাধীনতা আইন সম্পর্কে যা জান লেখো। 
অথবা, ভারতীয় স্বাধীনতা আইন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো।
অথবা, টীকা লেখ : ভারতের স্বাধীনতা আইন

[প্রতিটি প্রশ্নের মান : ]
1. আলিগড় আন্দোলনের প্রেক্ষাপট ও কর্মসূচি উল্লেখ করো। 3+5
অথবা, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 8
2. ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জান লেখো। এই আন্দোলনের গুরুত্ব লেখো। 5+3
অথবা, ১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ। 8 [HS-2020]
3. ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 4+4
4. নরমপন্থী নামে কারা পরিচিত? ১৮৮৫ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দের কার্যাবলির মূল্যায়ন করো।
অথবা, ভারতীয় জাতীয় কংগ্রেসের আদি পর্বের নরমপন্থী নেতাদের কার্যকলাপ ও সীমাবদ্ধতা আলোচনা করো। 8
5. গান্ধিজির নেতৃত্বে পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনের পরিচয় দাও। এই আন্দোলনের গুরুত্ব লেখো।5+3
অথবা, অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ। 8
6. ১৯৪৬ খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 4+4
7. গান্ধি-সুভাষ পর্বের সাপেক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে 'S-T-S' তত্ত্ব বলতে কী বোঝ ? [সংসদ নমুনা প্রশ্ন 2024]
অথবা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে গান্ধি-সুভাষ পর্বে 'S-T-S' তত্ত্বের মূল্যায়ন করো। 8
8. মাউন্টব্যাটেন প্রস্তাব বা পরিকল্পনা সম্পর্কে কী জান? এই পরিকল্পনা সম্পর্কে কংগ্রেস ও লিগের প্রতিক্রিয়া কী ছিল? 5+3
9. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 8 [HS-2018]
10. আজাদ হিন্দ ফৌজের বিচারকে কেন্দ্র করে সংগঠিত গণঅভ্যুত্থানের বর্ণনা দাও। 8
পঞ্চম অধ্যায় : সংবিধান প্রণয়ন
👉 প্রারম্ভিক তথ্য : দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় পঞ্চম অধ্যায় “সংবিধান প্রণয়ন” থেকে মোট 7 নম্বর আসবে। এর মধ্যে 3 নম্বর মানের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যেকোনো একটি করতে হবে এবং 4 নম্বর মানের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যেকোনো একটি করতে হবে। এখান থেকে পরীক্ষায় 8 নম্বর মানের কোন বড় প্রশ্ন আসবে না অর্থাৎ মোট 3+4 =7 নম্বর। এই অধ্যায় থেকে 2026 সালের পরীক্ষায় যেসব প্রশ্নগুলি আসার সম্ভাবনা বেশি, সেগুলি নিচে দেওয়া হয়েছে।
[প্রতিটি প্রশ্নের মান : 3/4]
1 .গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো।
2. ভারতীয় গণপরিষদ বা সংবিধান সভার সদস্য কারা ছিলেন?
3. ভারতীয় সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। [সংসদ নমুনা প্রশ্ন 2024]
4. ভারতীয় সংবিধানের 'প্রস্তাবনা' সম্পর্কে লেখো।
অথবা, টীকা লেখ : ভারতীয় সংবিধানের প্রস্তাবনা
5. ভারতীয় শাসনতন্ত্রে ধর্মনিরপেক্ষতার (Secularism) তত্ত্ব কীভাবে প্রতিফলিত হয়েছে?
অথবা, সংবিধানে 'ধর্মনিরপেক্ষতা' শব্দটি কী অর্থে প্রযুক্ত হয়েছে?
6. ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্য উল্লেখ করো। 
অথবা, ভারতীয় সংবিধানে বর্ণিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটি কী?
অথবা, ভারতীয় সংবিধানকে একটি যুক্তরাষ্ট্রীয় সংবিধান বলা যায় কি ?
অথবা, ভারতীয় সংবিধানে বর্ণিত ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি বা স্বরূপ বিশ্লেষণ করো।
অথবা, ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার প্রকৃতি আলোচনা করো।
7. ভারতীয় গণপরিষদের প্রধান সীমাবদ্ধতা ও মূল চরিত্রগুলি বিশ্লেষণ করো।
8. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। 
অথবা, টীকা লেখো : মৌলিক অধিকার।
9. ভারতীয় সংবিধানে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
অথবা, নারীর ক্ষমতায়নের জন্য সংবিধানে কী কী রক্ষাকবচ প্রদান করা হয়েছে?
অথবা, নারীর ক্ষমতায়নের জন্য ভারতীয় সংবিধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে?
10. ভারতীয় গণপরিষদের প্রধান সীমাবদ্ধতা ও মূল চরিত্রগুলি বিশ্লেষণ করো।
11. 'জোটনিরপেক্ষ নীতি' বলতে কী বোঝ ?
অথবা, জোটনিরপেক্ষ আন্দোলনের মূল নীতিগুলি কি ছিল ?
12. স্বাধীন ভারত পুঁজিবাদী বা সাম্যবাদী জোটে যোগদান না করে জোটনিরপেক্ষ বিদেশনীতি গ্রহণ করেছিল কেন ?অথবা,  ভারত কেন জোটনিরপেক্ষ নীতি গ্রহণ করে ?
অথবা, স্বাধীন ভারতের জোট নিরেপক্ষ বিদেশনীতির প্রধান নির্ধারকগুলি কী ছিল?
13. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল?
14. জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব / তাৎপর্য উল্লেখ করো।
15. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান স্থপতি হিসেবে জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো।
16. টীকা লেখো : পঞ্চশীল নীতি।
17. টীকা লেখো : বান্দুং সম্মেলন (১৯৫৫ খ্রিস্টাব্দ)।
18. জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলনরূপে বেলগ্রেড সম্মেলনের ভূমিকা বিশ্লেষণ করো।
অথবা, টীকা লেখো : বেলগ্রেড সম্মেলন।
19. স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিবরণ দাও।
অথবা, টীকা লেখো : প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
20. স্বাধীন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিবরণ দাও।
অথবা, টীকা লেখো : দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
21. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেমন ছিল ?
অথবা,  টীকা লেখো : তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
22. 1990-এর দশকে ভারতীয় অর্থনীতির উদারীকরণ বলতে কী বোঝ ?
23. 1990-এর দশকে ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গ্রহণের প্রধান কারণগুলি লেখ ?
24. ভারতীয় অর্থনীতিতে 1991 সালের সংস্কারের প্রভাবগুলি বিশ্লেষণ করো।
অথবা, 1990-এর দশকে গৃহীত অর্থনৈতিক সংস্কারাবলী (উদারীকরণ) ভারতের অর্থনীতি ও সমাজজীবনে কীরূপ প্রভাব ফেলেছে আলোচনা করো ।
25. 1990-এর দশকে ভারতীয় অর্থনীতিতে কী কী সংস্কার কর্মসূচি গৃহীত হয়েছিল?
অথবা, LPG মডেল বলতে কী বোঝ?
26. ভারতের ওপর বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি বিশ্লেষণ করো।
অথবা, টীকা লেখো : বিশ্বায়ন 
অথবা, বিশ্বায়ন ভারতের ওপর আশীর্বাদ না অভিশাপ বয়ে এনেছিল?
ষষ্ঠ অধ্যায় : জাতি গঠন ও আনুষঙ্গিক বিষয়
👉 প্রারম্ভিক তথ্য : দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় ষষ্ঠ অধ্যায় “জাতি গঠন ও আনুষঙ্গিক বিষয়” থেকে মোট 7 নম্বর আসবে। এর মধ্যে 3 নম্বর মানের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যেকোনো একটি করতে হবে এবং 4 নম্বর মানের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যেকোনো একটি করতে হবে। এখান থেকে পরীক্ষায় 8 নম্বর মানের কোন বড় প্রশ্ন আসবে না অর্থাৎ মোট 3+4 =7 নম্বর। এই অধ্যায় থেকে 2026 সালের পরীক্ষায় যেসব প্রশ্নগুলি আসার সম্ভাবনা বেশি, সেগুলি নিচে দেওয়া হয়েছে।
[প্রতিটি প্রশ্নের মান : 3/4]
1. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট কী ছিল ?
অথবা, স্বাধীন বাংলাদেশের উত্থানের পটভূমি আলোচনা করো
2. বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবর রহমানের ভূমিকা উল্লেখ করো।
3. বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে টাকা লেখো। 
অথবা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো।
4. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা লেখো। 
অথবা, ভারত কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে জড়িত হয় ?
5.  ১৯৭১ খ্রিস্টাব্দের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল?
6. পূর্ববঙ্গে পাক সামরিক বাহিনী যে বীভৎস অত্যাচার চালিয়েছিল তা আলোচনা করো
অথবা,  টীকা লেখো : অপারেশন সার্চলাইট।
7. 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের উপর যে বহুমাত্রিক প্রভাব ফেলেছিল, তা আলোচনা করো।
8. টীকা লেখো :  আগরতলা ষড়যন্ত্র মামলা।

🔹 দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন 2026  : Click here

🔹 ইতিহাস শিক্ষকের শেষ মন্তব্য :
সাজেশন এর সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের প্রকাশিত দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন 2026 E-Book(PDF)টি কিনতে হবে। এই E-Book(PDF) টির মধ্যে সাজেশন এর প্রশ্নের উত্তর দেওয়া আছে। তাই প্রয়োজন হলে আমাদের সঙ্গে 9883566115 নম্বরে যোগাযোগ করতে পারেন। 
File Details :
PDF Name : দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন PDF
Size : 1.3 MB
No. of Pages : 7
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download

আরো পড়ুন প্রশ্নোত্তর
1. দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন 2026  Click here
2. Class 12 প্রবন্ধ রচনা PDF  Click here
3. দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2026 Click here
4. হারুন সালেমের মাসি গল্পের প্রশ্ন উত্তর PDF Click here

Thanks,
WB Semester Team 
📞 & 💬 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.