ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারে ভূগোল বিষয়ে 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 35 নম্বরের মধ্যে ‘প্রাকৃতিক ভূগোলের ধারণা’ অধ্যায় থেকে মোট 15 নম্বর প্রশ্ন থাকবে। এই অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্ন চারটি থাকবে, যার মধ্যে যেকোনো দুটি করতে হবে (4 নম্বর), তিন নম্বরের প্রশ্ন চারটি থাকবে, যার মধ্যে যেকোনো দুটি করতে হবে (6 নম্বর) এবং পাঁচ নম্বরের প্রশ্ন দুটি থাকবে, যার মধ্যে যেকোনো একটি করতে হবে (5 নম্বর)। অর্থাৎ মোট 4 + 6 + 5 = 15 নম্বর। এই ‘প্রাকৃতিক ভূগোলের ধারণা’ অধ্যায়টি মোট ছয়টি ইউনিটে বিভক্ত। এর মধ্যে ষষ্ঠ ইউনিট হল 'জীবমণ্ডল'। এই ইউনিট থেকে শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্ন-উত্তর সহ একটি PDF এখানে প্রদান করেছি। এছাড়াও আমাদের প্রকাশিত দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন ই-বুক (PDF) শিক্ষার্থীরা অল্প কয়েক টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন। কারণ এখন থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। এই ই-বুকটি WBCHSE বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম অনুসারে অত্যন্ত সহজ ও পরীক্ষামুখীভাবে প্রস্তুত করা হয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের অনেক সাহায্য করবে। তাই ই-বুক (PDF)টি কিনতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।
🔹 Class 12 4th Semester Bhugol Question Answer
[প্রতিটি প্রশ্নের মান 2]
1. জীববৈচিত্র্য কাকে বলে ?
উত্তর : পৃথিবীর শিলামণ্ডল, বারিমণ্ডল ও বায়ুমণ্ডলে বসবাসকারী বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের মধ্যে থাকা জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে জীববৈচিত্র্য বলে।
জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য :
i. জীববৈচিত্র্য সব অঞ্চলে সমান নয়; স্থানভেদে এর ঘনত্ব ও ধরন ভিন্ন হয়।
ii. প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে?
উত্তর : কোনো অঞ্চলে থাকা বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে সজীব ও জড় উপাদানের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক সম্পর্কের বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। যেমন - বনভূমি, তৃণভূমি ও পুকুর অঞ্চলে ভিন্ন ভিন্ন ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়, যা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের উদাহরণ।
বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের বৈশিষ্ট্য :
i. প্রতিটি বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠী ও গঠন একে অপরের থেকে আলাদা হয়।
ii. এই বৈচিত্র্য জীবসম্প্রদায়গুলির মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়াকে প্রকাশ করে।
3. জীববৈচিত্র্যের হটস্পট বা উম্মাকেন্দ্র কাকে বলে ?
উত্তর : যে সব প্রাকৃতিক অঞ্চলে জীবপ্রজাতির সংখ্যা ও বৈচিত্র্য খুব বেশি দেখা যায় এবং যেখানে বহু আদিম ও স্থানীয়ভাবে সীমাবদ্ধ প্রজাতির উপস্থিতি থাকে, সেই সব অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বা উষ্মাকেন্দ্র বলে। যেমন - ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল।
জীববৈচিত্র্যের হটস্পটের বৈশিষ্ট্য :
i. এইসব অঞ্চলে জীবপ্রজাতির ঘনত্ব ও বৈচিত্র্য অত্যন্ত বেশি হয়।
ii. এখানে বহু স্থানীয় ও বিরল প্রজাতির অস্তিত্ব লক্ষ্য করা যায়।
4. জাতীয় উদ্যান কাকে বলে ?
উত্তর : ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ঘোষিত যে অরণ্য অঞ্চলে বন্যপ্রাণী ও তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা হয়, তাকে জাতীয় উদ্যান বলে। যেমন - করবেট জাতীয় উদ্যান একটি পরিচিত জাতীয় উদ্যান।
জাতীয় উদ্যানের বৈশিষ্ট্য :
i. জাতীয় উদ্যানে বন্যপ্রাণী শিকার ও হত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে।
ii. এইসব অঞ্চলে সংরক্ষণের স্বার্থে পর্যটন কার্যকলাপ নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়।
5. আলফা বৈচিত্র্য কাকে বলে ?
উত্তর : কোনো নির্দিষ্ট ছোট অঞ্চলের একই বাসস্থানে থাকা জীবগোষ্ঠীর প্রজাতিগত বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। যেমন - সুন্দরবনের একটি দ্বীপে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি।
আলফা বৈচিত্র্যের বৈশিষ্ট্য :
i. এটি ছোট অঞ্চলের প্রজাতিগত ভিন্নতা বোঝায়।
ii. আলফা বৈচিত্র্য বেশি হলে প্রজাতির সংখ্যা বেশি হয়
6. প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে ?
উত্তর : কোনো নির্দিষ্ট অঞ্চলে বিদ্যমান বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির মোট সংখ্যাকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। যেমন - পৃথিবীতে প্রায় ১.৫ কোটি প্রজাতির জীবের উপস্থিতি।
প্রজাতিগত বৈচিত্র্যের বৈশিষ্ট্য :
i. ভিন্ন ভিন্ন বাসস্থানে প্রজাতির ধরন ও সংখ্যা আলাদা হয়।
ii. প্রজাতিগত বৈচিত্র্য বেশি হলে খাদ্য শৃঙ্খল বেশি স্থিতিশীল হয়।
7. গামা বৈচিত্র্য কাকে বলে ?
উত্তর : কোনো বৃহৎ ভৌগোলিক অঞ্চলে থাকা বিভিন্ন বাস্তুতন্ত্র ও জীবসম্প্রদায়ের সামগ্রিক প্রজাতিগত বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। যেমন - সমগ্র সুন্দরবন অঞ্চলের বিভিন্ন দ্বীপে থাকা মোট জীববৈচিত্র্য।
গামা বৈচিত্র্যের বৈশিষ্ট্য :
i. এটি একটি বৃহৎ অঞ্চলের মোট প্রজাতিগত বৈচিত্র্য প্রকাশ করে।
ii. গামা বৈচিত্র্য মূলত আলফা ও বিটা বৈচিত্র্যের সমন্বিত রূপ।
8. বিটা বৈচিত্র্য কাকে বলে ?
উত্তর : একই ভৌগোলিক অঞ্চলের দুটি পৃথক বাসস্থানে বসবাসকারী জীবগোষ্ঠীর মধ্যে যে পার্থক্য বা ভিন্নতা দেখা যায়, তাকে বিটা বৈচিত্র্য বলে। যেমন - সুন্দরবনের পাশাপাশি অবস্থিত দুটি দ্বীপে থাকা জীবগোষ্ঠীর পার্থক্য।
বিটা বৈচিত্র্যের বৈশিষ্ট্য :
i. এটি দুটি ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে পার্থক্য বোঝায়।
ii. বিটা বৈচিত্র্য বেশি হলে ওই বাসস্থানগুলির মধ্যে সাদৃশ্য কম থাকে।
9. জিনগত বৈচিত্র্য কাকে বলে ?
উত্তর : কোনো উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সদস্যদের মধ্যে জিনের গঠনে যে পার্থক্য থাকে, তার ফলে যে বৈচিত্র্য সৃষ্টি হয়, তাকে জিনগত বৈচিত্র্য বলে। যেমন - ধান প্রজাতির মধ্যে প্রায় ৩২–৫০ হাজার ধরনের বৈচিত্র্য।
জিনগত বৈচিত্র্যের বৈশিষ্ট্য :
i. এটি প্রজাতির সদস্যদের মধ্যে গঠনতাত্ত্বিক পার্থক্য প্রকাশ করে।
ii. জিনগত বৈচিত্র্য কমে গেলে প্রজাতির টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
10. বিপন্ন প্রজাতি কাকে বলে ?
উত্তর : যে সব জীবপ্রজাতি নানা প্রতিকূল পরিবেশগত ও মানবসৃষ্ট কারণে ক্রমে কমে এসে বিলুপ্তির ঝুঁকিতে থাকে, তাদেরকে বিপন্ন প্রজাতি বলে। যেমন - কৃষ্ণসার হরিণ।
বিপন্ন প্রজাতির বৈশিষ্ট্য :
i. এসব প্রজাতির সংখ্যা ক্রমেই কমে আসে।
ii. মানুষের কার্যকলাপের কারণে বিপন্ন প্রজাতির হ্রাস ঘটে।
11. বিলুপ্ত প্রজাতি বা অবলুপ্ত প্রজাতি কাকে বলে ?
উত্তর : যে সব জীবপ্রজাতি বর্তমানে পৃথিবীর কোনো অংশেই পাওয়া যায় না, তাদেরকে বিলুপ্ত বা অবলুপ্ত প্রজাতি বলে। যেমন - মরিশাস দ্বীপের ডোডো পাখি।
বিলুপ্ত প্রজাতির বৈশিষ্ট্য :
i. এসব প্রজাতি আর কোনো অঞ্চলে বিদ্যমান নেই।
ii. মানুষের কার্যকলাপ ও অন্যান্য কারণে বহু প্রজাতি বিলুপ্ত হয়েছে।
12. ইকোট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন কাকে বলে ?
উত্তর : জীববৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চলে পরিবেশ ও জীবপ্রজাতির কোনো ক্ষতি না করে পরিকল্পিতভাবে পর্যটন কার্যকলাপ পরিচালনাকে ইকোট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন বলে। যেমন - ওড়িশার নন্দনকানন।
ইকোট্যুরিজমের বৈশিষ্ট্য :
i. পর্যটন কার্যক্রমে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হয় না।
ii. স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হয়।
13. ইনভিট্রো সংরক্ষণ কাকে বলে ?
উত্তর : অতি নিম্ন তাপমাত্রায় (প্রায় -৯৬°C) তরল নাইট্রোজেন ব্যবহার করে বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির বীজ, পরাগরেণু ইত্যাদি সংরক্ষণ করার পদ্ধতিকে ইনভিট্রো সংরক্ষণ বা ক্রায়োসংরক্ষণ বলে। যেমন - রেড পান্ডা সংরক্ষণকে উদাহরণ হিসেবে দেখা যায়।
ইনভিট্রো সংরক্ষণের বৈশিষ্ট্য :
i. বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি ভবিষ্যতের জন্য রক্ষা করা সম্ভব হয়।
ii. অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়।
14. অভয়ারণ্য কাকে বলে ?
উত্তর : ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ঘোষিত সেই অরণ্য অঞ্চল যেখানে ঐতিহ্যপূর্ণ বাস্তুতন্ত্র ও বন্যপ্রাণী সুরক্ষিত থাকে, তাকে অভয়ারণ্য বলে। যেমন - সুন্দরবন অভয়ারণ্য।
অভয়ারণ্যের বৈশিষ্ট্য :
i. বন্যপ্রাণী শিকার ও হত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ii. বাস্তুতন্ত্র ও বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপন করা হয়।
15. সংরক্ষিত অরণ্য কাকে বলে ?
উত্তর : ভারতীয় অরণ্য আইন অনুযায়ী ঘোষিত সেই সব অরণ্য অঞ্চল যেখানে নির্দিষ্ট কিছু কাজ ছাড়া অন্য সব কার্যকলাপ নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ, তাকে সংরক্ষিত অরণ্য বলে। যেমন - সুন্দরবন একটি সংরক্ষিত অরণ্যের উদাহরণ।
সংরক্ষিত অরণ্যের বৈশিষ্ট্য :
i. পর্যটন বা অন্যান্য কার্যক্রম নিয়ন্ত্রিত বা সীমিত।
ii. সাধারণত সরকারি অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়।
16. সুরক্ষিত অরণ্য কাকে বলে ?
উত্তর : ভারতীয় অরণ্য আইন অনুযায়ী ঘোষিত সেই সব অরণ্য অঞ্চল যেখানে কিছু নিয়ম মেনে প্রায় সব ধরনের কাজ পরিচালনা করা হয় এবং সাধারণ মানুষের প্রবেশের সুযোগ থাকে, তাকে সুরক্ষিত অরণ্য বলে। যেমন - বাঁকুড়ার শালপাতার অরণ্য।
সুরক্ষিত অরণ্যের বৈশিষ্ট্য :
i. বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ।
ii. মানুষের নিয়ন্ত্রিত প্রবেশের সুযোগ থাকে।
17. রেড ডাটা বুক কাকে বলে ?
উত্তর : যে লিখিত তালিকায় IUCN বিশ্বের বিপন্ন ও বিলুপ্ত উদ্ভিদ ও প্রাণীর নাম প্রকাশ করে, তাকে রেড ডাটা বুক বলে। যেমন - রেড ডাটা বুকের তালিকাভুক্ত কৃষ্ণসার হরিণ।
রেড ডাটা বুকের উদ্দেশ্য :
i. মানুষকে বিপন্ন ও বিলুপ্ত প্রজাতি সম্পর্কে সচেতন করা।
ii. বিপন্ন প্রজাতির জীবন রক্ষা করা।
18. গ্রিন ডাটা বুক কাকে বলে ?
উত্তর : যে লিখিত তালিকায় রাষ্ট্রপুঞ্জ ও বিশ্বব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের সংরক্ষিত, বিরল ও বিপদগ্রস্থ উদ্ভিদের নাম এবং সংরক্ষণ পদ্ধতি প্রকাশ করে, তাকে গ্রিন ডাটা বুক বলে। যেমন - আটলাস পর্বতের পাদদেশে দেখা যায় এমন উদ্ভিদ।
গ্রিন ডাটা বুকের উদ্দেশ্য :
i. মানুষকে বিরল ও বিপদগ্রস্থ উদ্ভিদের সম্পর্কে সচেতন করা।
ii. বিপন্ন ও বিপদগ্রস্থ উদ্ভিদ সংরক্ষণ করা।
19. ব্ল্যাক ডাটা বুক কী ?
উত্তর : যে লিখিত তালিকায় IUCN ধ্বংসাত্মক উদ্ভিদ ও প্রাণীর নাম প্রকাশ করে, তাকে ব্ল্যাক ডাটা বুক বলে। যেমন - তালিকাভুক্ত কোনো ক্ষতিকর বা আগ্রাসী উদ্ভিদ ও প্রাণী।
ব্ল্যাক ডাটা বুকের বৈশিষ্ট্য :
i. ধ্বংসাত্মক জীব সম্পর্কে মানুষকে সচেতন করা।
ii. ধ্বংসাত্মক জীবের বিস্তার ও সম্প্রসারণ প্রতিরোধ করা।
20. সংরক্ষিত জীবর্মণ্ডল কাকে বলে ?
উত্তর : বিভিন্ন জীবপ্রজাতি সংরক্ষণের জন্য যে জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলগুলোকে মিলিয়ে বড় আকারের সুরক্ষিত এলাকা তৈরি করা হয়, তাকে সংরক্ষিত জীবমণ্ডল বলে। এর মূল উদ্দেশ্য জীববৈচিত্র্য রক্ষা ও বৃদ্ধি করা। যেমন - সুন্দরবনের বাঘ সংরক্ষণ অঞ্চল।
21. জিন ব্যাংক বা জিন ভান্ডার কাকে বলে?
উত্তর : যে সংস্থায় গুরুত্বপূর্ণ জেনেটিক বীজ সংরক্ষণ করা হয়, তাকে জিন ব্যাংক বা জিন ভান্ডার বলে। যেমন - দিল্লিতে জিন ব্যাংক রয়েছে।
জিন ব্যাংকের বৈশিষ্ট্য :
i. শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণ করা হয়।
ii. জিন ব্যাংকের মাধ্যমে উদ্ভিদ প্রজাতি সংরক্ষিত হয়।
বিশেষ দ্রষ্টব্য : আমাদের দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিষ্টার ভূগোল সাজেশন ই-বুক (PDF)টিতে এই Unit থেকে আরো অনেকগুলি 2, 3 এবং 5 নম্বর মানের প্রশ্নোত্তর দেওয়া আছে।
🔹লেখকের শেষ মন্তব্য : আমাদের প্রকাশিত দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন ই-বুকটিতে(PDF) বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুব সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই এই ই-বুক(PDF)টি কিনতে হলে মেনু অপশনে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন এবং প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
File Details :
PDF Name : ক্লাস 12 জীবমণ্ডল প্রশ্ন উত্তর
Size : 1 MB
No. of Pages : 4
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
|---|---|
| 1. ক্লাস 12 ভূগোল বারিমন্ডল প্রশ্ন উত্তর | Click here |
| 2. ক্লাস 12 বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া | Click here |
| 3. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ প্রশ্ন উত্তর PDF | Click here |
Regards,
WB Semester Team
Registered under MSME (Udyam), Govt. of India
All Legal Rights Reserved
📞 & 💬 9883566115
