WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

ক্লাস 12 শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান | 5 নম্বরের প্রশ্নোত্তর | দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিষ্টার শিক্ষাবিজ্ঞান অষ্টম অধ্যায় প্রশ্নোত্তর

0

অষ্টম অধ্যায় : শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান PDF

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারে শিক্ষাবিজ্ঞান বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Group D-এর Unit : 1 ‘শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা’ থেকে মোট 7 নম্বর থাকবে। অর্থাৎ এই ইউনিট থেকে 2 নম্বরের দুটি প্রশ্ন থাকবে, যার মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, এবং 5 নম্বরের দুটি প্রশ্ন থাকবে, যার মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। ফলে মোট নম্বর হবে 2 + 5 = 7। ‘শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা’ এই ইউনিটটি মোট তিনটি অধ্যায়ে বিভক্ত। সপ্তম অধ্যায় হল 'শিক্ষা প্রযুক্তিবিদ্যা', অষ্টম অধ্যায় 'শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান', এবং নবম অধ্যায় 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ্যা'। এই পর্বে অষ্টম অধ্যায় 'শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান' থেকে 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে একটি PDF নিচে দিয়েছি, যা পরীক্ষার প্রস্তুতিতে খুবই সহায়ক হবে। এছাড়া, আমাদের প্রকাশিত দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার সাজেশন ই-বুক (PDF) গুলিতে শিক্ষাবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস অত্যন্ত সুন্দর ও সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এই ই-বুকগুলি বোর্ডের নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে তৈরি করা হয়েছে। ই-বুকগুলি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা এই ওয়েবসাইটের Menu Option-এ ক্লিক করে দেখে নিতে পারেন।

ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান প্রশ্নোত্তর

🔹 দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিষ্টার শিক্ষাবিজ্ঞান অষ্টম অধ্যায় প্রশ্নোত্তর

[প্রতিটি প্রশ্নের মান 5] 
1. হার্ডওয়্যার (Hardware) প্রযুক্তি বলতে কী বোঝো ? এর বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তর : শিক্ষাক্ষেত্রে হার্ডওয়্যার প্রযুক্তি বলতে পাঠদানের সময় বিভিন্ন যান্ত্রিক বস্তুসামগ্রী ও যন্ত্রপাতির ব্যবহারকে বোঝানো হয়। এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে সহজ ও বোধগম্য করে তোলা হয়। চার্ট, মডেল, কম্পিউটার, টিভি, ভিডিও, স্লাইড প্রভৃতি নানা শ্রবণ-দর্শন উপকরণ হার্ডওয়্যার প্রযুক্তির অন্তর্ভুক্ত। এগুলির সাহায্যে শিক্ষার্থীরা বিষয়বস্তু সহজে বুঝতে পারে।
হার্ডওয়্যার প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি হল :
১. শ্রবণ-দর্শন উপকরণের ব্যবহার : হার্ডওয়্যার প্রযুক্তিতে চার্ট, মডেল, স্লাইড, অডিও ক্যাসেট, শিক্ষণ মেশিন, কম্পিউটার ইত্যাদি শ্রবণ-দর্শন উপকরণ ব্যবহার করা হয়। এর ফলে পাঠ্যবিষয় শিক্ষার্থীদের কাছে আরও সহজ ও স্পষ্টভাবে উপস্থাপিত হয়।
২. ব্যক্তিবৈষম্য অনুযায়ী শিখনের সুযোগ : এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শেখার সুযোগ তৈরি হয়। ফলে প্রত্যেকে নিজের ক্ষমতা অনুযায়ী শিখতে পারে।
৩. স্বল্প খরচে শিক্ষাদান : হার্ডওয়্যার প্রযুক্তির সাহায্যে একসঙ্গে বহু শিক্ষার্থীকে পাঠদান করা যায়। তাই তুলনামূলকভাবে এতে কম খরচে শিক্ষাদান সম্ভব হয়।
৪. বিজ্ঞান ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ : বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির একটি গুরুত্বপূর্ণ ব্যবহারক্ষেত্র হল হার্ডওয়্যার প্রযুক্তি। শিক্ষাক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ এরই উদাহরণ।
৫. ফিডব্যাক প্রদান : শিক্ষণ-শিখন প্রক্রিয়ায় হার্ডওয়্যার প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় ফিডব্যাক পাওয়া যায়, যা শেখার অগ্রগতি বুঝতে সাহায্য করে।
৬. সাফল্য অর্জনে সহায়তা : এই প্রযুক্তি শিক্ষার্থীদের সক্ষমতা অনুযায়ী শেখার সুযোগ দেয়, ফলে তারা সর্বাধিক সাফল্য অর্জনে সক্ষম হয়।
৭. স্বয়ং শিখনের সুযোগ : হার্ডওয়্যার প্রযুক্তিতে শিক্ষার্থীরা নিজের উদ্যোগে শেখার সুযোগ পায়। এতে স্বয়ং শিখনের প্রবণতা বৃদ্ধি পায়।
উপসংহার : অতএব বলা যায়, শিক্ষাক্ষেত্রে হার্ডওয়্যার প্রযুক্তি শিক্ষণ-শিখন প্রক্রিয়াকে সহজ, আকর্ষণীয় ও কার্যকর করে তুলেছে। এর বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে শিক্ষার্থীরা নিজস্ব ক্ষমতা অনুযায়ী শিখতে পারে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সক্ষম হয়। তাই শিক্ষায় হার্ডওয়্যার প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

2. সফটওয়্যার বলতে কী বোঝো ? এর বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তর : হার্ডওয়্যার মূলত বিভিন্ন যন্ত্রাংশের সমষ্টি। এই যন্ত্রাংশগুলিকে বিজ্ঞানসম্মতভাবে কার্যকর করে তোলার জন্য যে প্রযুক্তিবিজ্ঞান ব্যবহার করা হয়, তাকেই সফটওয়্যার বলা হয়। সফটওয়্যারের সাহায্যে ব্যক্তি তথা শিক্ষার্থীদের আচরণে পরিবর্তন আনা সম্ভব হয়।
সফটওয়্যার প্রযুক্তিবিজ্ঞানের উৎস হল আচরণমূলক বিজ্ঞান এবং তার ব্যবহারিক প্রয়োগ, যা শিক্ষামনোবিজ্ঞানের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। সফটওয়্যার মূলত একগুচ্ছ নির্দেশনা, তথ্য বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যার বা কম্পিউটারকে চালু করে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে সাহায্য করে। তাই বলা যায়, হার্ডওয়্যারের উপাদানগুলিকে সঠিকভাবে কাজ করানোর জন্য ব্যবহৃত প্রযুক্তিগত কৌশলই হল সফটওয়্যার।
সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলি হল  :
১. কার্যকারিতা : সফটওয়্যারটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেই কাজটি কতটা সঠিকভাবে সম্পন্ন করতে পারছে, তার উপরই তার কার্যকারিতা নির্ভর করে। এক্ষেত্রে সফটওয়্যারের সূক্ষ্মতা, যথাযথতা, আন্তঃকার্যক্ষমতা, নির্ধারিত নিয়ম মেনে কাজ করার ক্ষমতা এবং নিরাপত্তা বিষয়গুলি বিচার করা হয়।
২. নির্ভরযোগ্যতা : সফটওয়্যারটি যে লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে, সেই লক্ষ্য কতটা নির্ভুলভাবে পূরণ করতে পারছে, সেটাই তার নির্ভরযোগ্যতা বোঝায়। ভালো সফটওয়্যার সবসময় একই মানের ফল প্রদান করে।
৩. দক্ষতা : সফটওয়্যারটি কতটা দক্ষতার সঙ্গে সঠিক তথ্য প্রদান করতে পারে, তা এই বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝা যায়। দক্ষ সফটওয়্যার কাজকে সহজ ও দ্রুত করে তোলে।
৪. রক্ষণাবেক্ষণযোগ্যতা : সফটওয়্যারটি সংরক্ষণ, পরিবর্তন বা হালনাগাদ করা কতটা সহজ, তা থেকেই তার রক্ষণাবেক্ষণযোগ্যতা বোঝা যায়।
৫. ব্যবহারযোগ্যতা : সফটওয়্যারটি ব্যবহার করা কতটা সহজ বা ব্যবহারকারীর পক্ষে কতটা সুবিধাজনক, সেটাই তার ব্যবহারযোগ্যতার প্রধান দিক।
উপসংহার : অতএব বলা যায়, সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কার্যকর হতে পারে না। শিক্ষাক্ষেত্রে সফটওয়্যার প্রযুক্তি শিক্ষণ-শিখন প্রক্রিয়াকে পরিকল্পিত, নিয়ন্ত্রিত ও ফলপ্রসূ করে তোলে।

3. ভাষা পরীক্ষাগার কী ? এর উদ্দেশ্যগুলি লেখো।
উত্তর : ভাষা পরীক্ষাগার হল শিক্ষাপ্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা মূলত ভাষা শিক্ষার জন্য ব্যবহৃত হয়। এর সূচনা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং এটি স্বয়ংশিখনের একটি কার্যকর কৌশল হিসেবে পরিচিত। বর্তমানে বিভিন্ন দেশে বিদেশি ভাষা শেখানোর ক্ষেত্রে ভাষা পরীক্ষাগার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। 
ভাষা পরীক্ষাগারে শিক্ষার্থীরা টেপরেকর্ডারের সাহায্যে সঠিক ভাষার ব্যবহার শোনে এবং সেই অনুযায়ী নিজেরা বলা অনুশীলন করে। এখানে বিশেষভাবে শ্রবণ ও কথন এই দুটি দক্ষতার উপর গুরুত্ব দেওয়া হয়। ভাষা পরীক্ষাগারের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের সঠিক ভাষা ব্যবহারের মাধ্যমে দক্ষতার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম করে তোলা। 
ভাষা পরীক্ষাগারের উদ্দেশ্যগুলি হল :
১. কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তোলা : সঠিক ভাষা ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোত্তমভাবে নিজেদের ভাব প্রকাশ করতে সক্ষম করে তোলা ভাষা পরীক্ষাগারের অন্যতম উদ্দেশ্য।
২. শব্দ উচ্চারণের পার্থক্য বোঝানো : ভাষা পরীক্ষাগারের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন শব্দের উচ্চারণগত পার্থক্য সহজে বুঝতে পারে।
৩. শুদ্ধ উচ্চারণে দক্ষতা বৃদ্ধি : এই পরীক্ষাগার শিক্ষার্থীদের নির্ভুল ও সঠিক উচ্চারণে কথা বলতে শেখাতে সাহায্য করে।
৪. ভুল শনাক্ত ও সংশোধনের সুযোগ : শিক্ষার্থীরা নিজেরাই তাদের ভুল উচ্চারণ শনাক্ত করতে পারে এবং বারবার অনুশীলনের মাধ্যমে সেই ভুল সংশোধন করার সুযোগ পায়।
৫. শব্দচয়ন ও ভাষার যথাযথ ব্যবহার : ভাষা ব্যবহারের ক্ষেত্রে সঠিক শব্দচয়ন, Idioms ও Phrase ব্যবহারের ক্ষমতা বিকাশ করাও ভাষা পরীক্ষাগারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।
উপসংহার : অতএব বলা যায়, ভাষা পরীক্ষাগার ভাষা শিক্ষাকে আরও কার্যকর, ব্যবহারিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তোলে এবং শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
🔹লেখকের শেষ মন্তব্য : আমাদের প্রকাশিত দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সাজেশন ই-বুকটিতে(PDF) বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুব সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই এই ই-বুক(PDF)টি কিনতে হলে মেনু অপশনে ক্লিক করে বিস্তারিত জানুন এবং প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
File Details :
PDF Name : ক্লাস 12 শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান PDF
Size : 1 MB
No. of Pages : 3
Mode : Read-only (Online)
Download Link : 

আরো পড়ুন প্রশ্নোত্তর
1. ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান শিক্ষা প্রযুক্তিবিদ্যা PDF Click here
2. ক্লাস 12 সংবিধান প্রণয়ন প্রশ্ন উত্তর PDF Click here
3. মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে জীবন দক্ষতা PDF Click here

Regards,
WB Semester Team 
📞 & 💬 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.