Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন 2025 | Class 12 Bengali Suggestion 2025

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন 2025


ভূ(caps)মিকা : আমি তোমাদের জন্য Class 12 3rd Semester বাংলা পরীক্ষার ফাইনাল সাজেশন তৈরি করে দিয়েছি। WBCHSE Board এর নতুন নিয়ম অনুসারে বাংলায় মোট 40 নম্বরের MCQ প্রশ্নের উপর পরীক্ষা দিতে হবে। তার মধ্যে তোমাদের গল্প থেকে 8টি MCQ, কবিতা থেকে 8টি MCQ, প্রবন্ধ থেকে 5টি MCQ, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5টি MCQ, ভাষা থেকে 10টি MCQ, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 10টি MCQ প্রশ্ন পরীক্ষায় আসবে। আমি আশা করছি এখান থেকে অধিকাংশ প্রশ্ন কমন পাবে। চলো শুরু করি...

class 12 bengali suggestion 2025

Class 12 3rd semester bengali suggestion 2025

'আদরিনী'- প্রভাত কুমার মুখোপাধ্যায

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য একটি গল্প পড়তে হবে সেটি হল – আদরিণী। আর এই গল্প থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 8 নম্বর অর্থাৎ 8টি MCQ প্রশ্ন আসবেই। এই গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল।

 1. ‘আদরিণী’ গল্পটির রচয়িতা হলেন-
(A) প্রভাতকুমার মুখোপাধ্যায়
(B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(C)  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (A) প্রভাতকুমার মুখোপাধ্যায় 

2. 'আদরিণী' গল্পটি প্রকাশিত হয়েছিল - 
(A) সাহিত্য পত্রিকায়
(B) সাধনা পত্রিকায়
(C) বঙ্গদর্শন পত্রিকায়
(D) সবুজপত্র পত্রিকায়
উত্তর : (A) সাহিত্য পত্রিকায় 

3. ‘আদরিণী’ গল্পটি কোন্ গল্পগ্রন্থের অন্তর্গত ?
(A) ষোড়শী
(B) পত্রপুষ্প
(C) গল্পাঞ্জলি
(D) গল্পবীথি
উত্তর : (C) গল্পাঞ্জলি 

4. 'আদরিণী' গল্পটি প্রকাশিত হয়েছিল -
(A) ১৩৫০ বঙ্গাব্দে
(B) ১৩২০ বঙ্গাব্দে
(C)  ১৩৩০ বঙ্গাব্দে
(D) ১২১০ বঙ্গাব্দে
উত্তর : (B) ১৩২০ বঙ্গাব্দে 

5. জয়রাম মুখোপাধ্যায়ের চক্ষু দুটি হল -
(A) গভীর ও ধূর্ত
(B) ছোটো গোল গোল
(C) বড়ো বড়ো ভাসা ভাসা
(D) পটল চেরা
উত্তর : (C) বড়ো বড়ো ভাসা ভাসা 

6. জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন -
(A) ডাক্তার
(B) কবিরাজ
(C) নাপিত
(D) মোক্তার
উত্তর : (D) মোক্তার 

7. আদরিণীকে জয়রাম মোক্তার কার কাছ থেকে কিনে নেন?
(A) উমাচরণ ঘোষ
(B) উমাচরণ লাহিড়ী
(C) উমাচরণ চক্রবর্তী
(D) উমাচরণ ব্যানার্জী
উত্তর : (D) উমাচরণ লাহিড়ী 

8. আদরিণীর বিদায়ের পর জয়রাম মোক্তার তার জন্য কোন্ কোন্ মিষ্টি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন?
(A) সন্দেশ ও রাবড়ি
(B) রসগোল্লা ও মিহিদানা
(C) সন্দেশ ও রসগোল্লা
(D) রসগোল্লা ও দানাদার
উত্তর : (C) সন্দেশ ও রসগোল্লা 

9. কুঞ্জবিহারীবাবু পেশায় ছিলেন -
(A) নায়েব
(B) উকিল
(C) মাস্টার 
(D) ডাক্তার
উত্তর : (B) উকিল 

10. পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিয়ে ছিল -
(A) মেজোবাবুর মেয়ের
(B) মেজোবাবুর ছেলের
(C) বড়োবাবুর মেয়ের
(D) বড়োবাবুর ছেলের
উত্তর : (A) মেজোবাবুর মেয়ের 

11. ‘আদরিণী’ গল্পের কেন্দ্রীয় চরিত্রটি হল-
(A) নগেন ডাক্তার
(B) কুস্তুবিহারী পাল
(C) নরেশচন্দ্র রায়
(D) জয়রাম মুখোপাধ্যায়
উত্তর : (D) জয়রাম মুখোপাধ্যায় 

12. পীরগঞ্জে মেজোবাবুর মেয়ের বিয়ে হয়েছিল -
(A) শনিবারে
(B) বৃহস্পতিবারে
(C) রবিবারে
(D) সোমবারে 
উত্তর : (D) সোমবারে 

13. “…বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন।” - এই বিজ্ঞাপনের শিরোনামটি কী ছিল?
(A) হাতি ভাড়ার বিজ্ঞাপন
(B) হস্তী ভাড়ার বিজ্ঞাপন
(C) হস্তী ভাড়া দিবার বিজ্ঞাপন
(D) হাতি ভাড়া দিবার বিজ্ঞাপন
উত্তর : (B) হস্তী ভাড়ার বিজ্ঞাপন 

14. মেজোবাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল -
(A) চেন্নাই
(B) কলকাতা 
(C) বেনারস
(D) দিল্লি থেকে 
উত্তর : (C) বেনারস 

15. “জানতে পেরেছে।”- আদরিণী কী জানতে পেরেছে?
(A) ও আর এ বাড়িতে ফিরবে না
(B) ও অসুস্থ হয়ে পড়বে
(C) ওকে বিক্রি করা হবে
(D) ও পথে মারা যাবে
উত্তর : (A) ও আর এ বাড়িতে ফিরবে না 

16." সেও জোগাড় হওয়া মুশকিল।"- এখানে বলা হয়েছে -
(A) ঘোড়ার গাড়ির কথা
(B) পালকির কথা
(C) গোরুর গাড়ির
(D) সবগুলি ভুল
উত্তর : (B) পালকির কথা 

17. “হস্তী ভাড়ার বিজ্ঞাপন”-এর শেষে জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা দেওয়া ছিল-
(A) মোক্তার পাড়া
(B) চৌধুরী পাড়া
(C) ব্রাহ্মণ পাড়া
(D) উকিল পাড়া
উত্তর : (B) চৌধুরী পাড়া 

18. জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে করতেন –
(A) আহ্নিক
(B) শরীরচর্চা
(C) গীতা পাঠ
(D) কীর্তন
উত্তর : (A) আহ্নিক 

19. জয়রাম মুখোপাধ্যায়ের আহ্নিক পুজো শেষ হয়েছিল -
(A) রাত্রি সাতটাই
(B) বিকেল চা-টে
(C) দুপুর বারোটাই
(D) সকাল ন-টাই
উত্তর : (D) সকাল ন-টাই 

20. নগেন ডাক্তারের সঙ্গে কে পান চিবোতে চিবোতে জয়রাম মোক্তারের কাছে এসেছিলেন?
(A) কুঞ্জবিহারী
(B) নিকুঞ্জবিহারী
(C) গুঞ্জবিহারী
(D) আকুঞ্জবিহারী
উত্তর : (A) কুঞ্জবিহারী 

21. জয়রাম মুখোপাধ্যায় এস্টেটের মহারাজকে সম্বোধন করেছিলেন - 
(A) মহর্ষি 
(B) আশ্রিত-জনপ্রতিপালক
(C) গুরুজী বলে
(D) প্রজাহিতৈষী
উত্তর : (B) আশ্রিত-জনপ্রতিপালক 

22.  জয়রাম মুখোপাধ্যায় কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার?
(A) ১৭ বছর
(B) ১৮ বছর
(C) ১৯ বছর
(D) ২০ বছর
উত্তর : (D) ২০ বছর 

23. “তাঁহার তীব্র অভিমান উপস্থিত হয়।”- কার এই অভিমান হয় ?
(A) নরেশচন্দ্রের 
(B) পরেশচন্দ্রের 
(C) মহেশচন্দ্রের 
(D) জয়রামবাবুর 
উত্তর : (D) জয়রামবাবুর  

24.  নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবু কখন জয়রাম মোক্তারের বাড়িতে প্রথম এসেছিলেন?
(A) সকালে
(B) বিকেলে
(C) দুপুরে
(D) সন্ধ্যায়
উত্তরঃ (B) বিকেলে 

25. নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন—
(A) নরেশচন্দ্রের সহিত
(B) পরেশচন্দ্রের সহিত
(C) মহেশচন্দ্রের সহিত
(D) ভবেশচন্দ্রের সহিত
উত্তরঃ (A) নরেশচন্দ্রের সহিত 

26. “মস্ মস্ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল।” -কবে ঘরে ফিরে এল আদরিণী ?
(A) ১০ জ্যৈষ্ঠ
(B) ১২ ফাল্গুন
(C) ৩ মাঘ
(D) ১ বৈশাখ
উত্তরঃ (d) ১ বৈশাখ 

27. “সেইখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল।”- কোথায় পাঠাবার পরামর্শ হল?
(a) জিয়াগঞ্জের হাটে
(b) আজিমগঞ্জের হাটে
(c) সোনাগঞ্জের হাটে
(d) রসুলগঞ্জের হাটে
উত্তরঃ (d) রসুলগঞ্জের হাটে 

28. জয়রাম মহারাজের কাছে প্রার্থনা করেছিলেন -
(A) ছটি ঘোড়া
(B) প্রজাদের খাজনা মকুব 
(C) সুশীল ও সুবোধ একটি হাতি
(D) সম্পত্তি
উত্তর : (C)

29. “হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন।” -বিক্রি হলে কত হাজার টাকা লাভ হবে বলে ধারণা?
(A) এক হাজার
(B) দুই হাজার
(C) তিন হাজার
(D) চার হাজার
উত্তরঃ (A) এক হাজার 

✅ বি.দ্র:- WB Semester Team প্রকাশিত একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার সাজেশন বইগুলি (PDF) সম্পর্কে বিস্তারিত জানতে বইগুলির উপরে ক্লিক করো।

📚 মাত্র ৬৪ টাকায় E-Book ডাউনলোড করুন

এই বইটি Class 12 3rd Semester ছাত্র-ছাত্রীদের জন্য একদম উপযোগী।

📥 এখনই ডাউনলোড করুন

Class 12 semester 3 bengali suggestion

'ধর্ম' - শ্রীজাত



ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য দুটি কবিতা পড়তে হবে, সেগুলি হল – 'ধর্ম' ও ‘দ্বগ্বিজয়ের রূপকথা’। আর এই দুটি কবিতা থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 7 নম্বর অর্থাৎ 7টি MCQ প্রশ্ন আসবেই। 'ধর্ম' কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল।

1.  শ্রীজাত-র লেখা 'ধর্ম' কবিতা 'অন্ধকার লেখাগুচ্ছ' কাব্যগ্রন্থের কত সংখ্যক?
(A) ১৪ সংখ্যক
(B) ১১ সংখ্যক
(C) ১২ সংখ্যক
(D) ১৩ সংখ্যক
উত্তর 
১৪ সংখ্যক  

2. নিচের কে নতুন পতাকায় ধর্মকে চিহ্নিত করেছিলেন-
(A) আইনস্টাইন 
(B) লেনিন
(C) প্লেটো
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (B) লেনিন  

3. 'দিগন্ত পেরনো' কার ধর্ম ছিল-
(A) রবীন্দ্রনাথ ঠাকুরের
(B) মেঘনাথ সাহার
(C) লেলিনের
(D) আইনস্টাইনের
উত্তর : (D) আইনস্টাইনের  

4.  মানুষকে কবীর কোন পথে থাকতে বলেছিলেন-
(A) অহংকারের 
(B) সত্যের 
(C) বিশ্বাসের
(D)  জানা চেনার 
উত্তর : (B) সত্যের  

5. 'ধর্ম' কবিতায় চরণসংখ্যা কয়টি?
(A) ১৩টি
(B) ১৫টি।
(C) ১২টি
(D) ১৪টি
উত্তর : (D) ১৪টি  

6. শ্রীজাতর লেখা 'ধর্ম' কবিতাটি -
(A) ত্রিপদী রীতির
(B) গদ্যকবিতা
(C) সনেট
(D) গীতিধর্মী কবিতা
উত্তর : (C) সনেট  

7. আবদুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন?
(A) দিল্লি
(B) উত্তরপ্রদেশ
(C) কলকাতা 
(D) হরিয়ানা।
উত্তর : (B) উত্তরপ্রদেশ  

8. ভ্যান গঘের ধর্ম ছিল কী? 
(A) অপব্যয় করা
(B) উন্মাদনা, আঁকা
(C) নতুন পতাকা
(D) ছবি আঁকা।
উত্তর : (B) উন্মাদনা, আঁকা  

9. 'ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা।'- ভ্যান গঘ ছিলেন একজন-
(A) সাহিত্যিক
(B) চিত্রশিল্পী
(C) কবি
(D) সংগীত বিশারদ
উত্তর : (B) চিত্রশিল্পী  
 
10. আগুনের ধর্ম আজও ________ 
(A) অপব্যয়
(B) প্রাতিষ্ঠানিকতা
(C) উন্মাদনা
(D) ভস্মের চরিত
উত্তর : (D) ভস্মের চরিত  

11.  ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ যে নামে বেশি পরিচিত- 
(A) ভ্যান গঘ
(B) গার্সিয়া লোরকা
(C) আইনস্টাইন
(D) লেনিন
উত্তর : (D) লেনিন  

12. আইনস্টাইনের বিখ্যাত আবিষ্কার-
(A) মহাকর্ষ বল
(B) বেতার তরঙ্গ
(C) আপেক্ষিকতাবাদ
(D) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
উত্তর : (C) আপেক্ষিকতাবাদ  

13. ভ্যান গঘ কোথাকার চিত্রশিল্পী ছিলেন ? 
(A) ইংল্যান্ড
(B) ডেনমার্ক
(C) হল্যান্ড
(D) ইতালি
উত্তর : (C) হল্যান্ড  

14.  'তোমার ধর্মের পথে কেন _______'
(A) অপব্যয়
(B) ব্যয়
(C) মিতব্যয়
(D) অতিরিক্ত ব্যয়
উত্তর : (A) অপব্যয়  

15. 'কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান।'- কবীর ছিলেন-
(A) চিত্রশিল্পী
(B) সন্ত
(C) বিচারক
(D) বিজ্ঞানী
উত্তর : (B) সন্ত  

16. ভ্যান গঘের পুরো নাম কী?
(A) ভিনসেন্ট উইলেম গঘ
(B) সেন্ট উইলিয়াম গঘ
(C) ভিনসেন্ট উইলিয়াম গঘ
(D) ভ্যান দ্য গঘ
উত্তর : (A) ভিনসেন্ট উইলেম গঘ  

• True and False Type Questions:
17। 'এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।' এই বক্তব্যের প্রেক্ষিতে-
বিবৃতি (i): তারা একে অন্যকে দখলের কথা শেখায়।
বিবৃতি (ii): তারা প্রাতিষ্ঠানিকতা শেখায়।
বিবৃতি (iii): তারা একে অন্যকে আরও জায়গা করে দেয়।
বিবৃতি (iv): তারা অপব্যয় করতে শেখায়।
বিকল্পসমূহ :
(A) (i)-সত্য , (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(B) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(C) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(D) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
উত্তর : (C) 

18. এ-ওকে, সে-তাকে আরও-
(A) জায়গা দখল করে
(B) জায়গা করে দেয়
(C) মারধোর করে
(D) খাবার কেড়ে নেয়
উত্তর : (B) জায়গা করে দেয়  

19. 'তবে কেন অন্য _______ ভাবায় তোমাকে?
(A) কর্ম
(B) জায়গা
(C) পথ
(D) ধর্ম
উত্তর : (C) পথ  

20. সুফিধারা ও মরমিয়াবাদের সঙ্গে কার গান ও কবিতার সাদৃশ্য আছে ?
(A) আবদুল করিম খাঁর
(B) লেনিনের
(C) কবীরের
(D) গার্সিয়া লোরকার
উত্তর : (C) কবীরের  

21. কোন্ শিল্পকর্মটি ভ্যান গঘের সৃষ্ট নয় ?
(A) সূর্যমুখী
(B) গমের ক্ষেতে কাক
(C) তারাময় রাত
(D) গণেশ জননী
উত্তর : (D) গণেশ জননী  

22. কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কী বলেছেন।
(A) প্রতিষ্ঠান-নিরপেক্ষতা
(B) প্রতিষ্ঠান-বিরোধিতা
(C) প্রতিষ্ঠান-এর প্রতি আনুগত্য
(D) প্রতিষ্ঠান-এর প্রতি
উত্তর : (C) প্রতিষ্ঠান-এর প্রতি আনুগত্য  

23. সমস্ত ধর্ম কোথায় থাকে বলে 'ধর্ম' কবিতার কবি বলেছেন?-
(A) একই পৃথিবীতে
(B) একই গ্রহে
(C) একই বিশ্বে
(D) একই দেশে
উত্তর : (B) একই গ্রহে  

• Column Matching Question : 
24. 'ক'-স্তম্ভ         'খ'-স্তম্ভ
(i) ডাচ চিত্রশিল্পী     (a) আবদুল করিম খাঁ
(ii) 'একুশে পদক'-এ ভূষিত (b) কবীর
(iii) বলশেভিক নেতা    (c) ভ্যান গঘ
(iv) স্বামী রামানন্দের শিষ্য   (d) লেনিন
বিকল্পসমূহ :
(A) i-c, ii-a, iii-d, iv-b
(B) i-a, ii-d, iii-c, iv-b
(C) i-c, ii-d, iii-b, iv-a
(D) i-d, ii-c, iii-a, iv-b
উত্তর : (A) i-c, ii-a, iii-d, iv-b 

25. 'ক'-স্তম্ভ         'খ'-স্তম্ভ
(i) আইনস্টাইন  (a) দোঁহার রচয়িতা
(ii) গার্সিয়া লোরকা (b) ভারতীয় মার্গ সংগীতের...
(iii) আবদুল করিম খাঁ  (c) পদার্থ বিজ্ঞানী
(iv) কবীর         (d) স্প্যানিশ সাহিত্যের কবি
বিকল্পসমূহ :
(A) i-c, ii-d, iii-a, iv-b
(B) i-a, ii-d, iii-c, iv-b
(C) i-c, ii-d, iii-b, iv-a
(D) i-d, ii-c, iii-a, iv-b
উত্তর : (C) i-c, ii-d, iii-b, iv-a 

26. আইনস্টাইনের ধর্ম -
(A) ভাবানো
(B) অপব্যয়
(C) প্রাতিষ্ঠানিকতা
(D) সত্যের বয়ান
উত্তর : (A) ভাবানো  ✓ 
class 12 bengali suggestion 2025

'দিগ্বিজয়ের রূপকথা' - নবনীতা দেবসেন

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য দুটি কবিতা পড়তে হবে, সেগুলি হল – 'ধর্ম' ও ‘দিগ্বিজয়ের রূপকথা’। আর এই দুটি কবিতা থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 7 নম্বর অর্থাৎ 7টি MCQ প্রশ্ন আসবেই। ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল।

1. 'দ্বিগ্বিজয়ের রূপকথা'- কবিতাটির রচয়িতা -
(A) শঙ্খ ঘোষ
(B) বিহারীলাল চক্রবর্তী
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) নবনীতা দেবসেন
উত্তর : (D) নবনীতা দেবসেন 

2. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতাটি কোথা থেকে গৃহীত ?-
(A) স্বগতো দেবদূত
(B) রক্তে আমার রাজপুত্র
(C) প্রথম প্রত্যয় কাব্যগ্রন্থ
(D) সবগুলি ভুল
উত্তর : (B) রক্তে আমার রাজপুত্র 

3. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় কবির জননী হল -
(A) দুঃখিনী 
(B) সাহসি
(C) বিশ্বাসী
(D) অবিশ্বাসী
উত্তর : (A) দুঃখিনী                                                        

4. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় কবির কাছে দিগবিজয়ে যাওয়ার সময়ে শুধু দুটি সরঞ্জাম ছিল -
(A) আশীর্বাদি
(B) উপচার
(C) উপহার 
(D) সবগুলি ভুল
উত্তর : (C) আশীর্বাদি 

5. কবিতায় কবি ভালোবাসাকে বলেছেন - 
(A) মন্ত্রপূত অসি
(B) সিন্ধুক
(C) পুষ্পক
(D) পক্ষীরাজ
উত্তর : (A) মন্ত্রপূত অসি 

6. "আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে,"- পুষ্পক  হল -
(A) ফুল
(B) রথ
(C) বাগান
(D) দ্বীপ
উত্তর : (B) রথ 

7. রাজপুত্রের মূল উদ্দেশ্য ছিল -
(A)  যুদ্ধ করা
(B)  সিংহাসন দখল করা
(C) সাম্রাজ্য বিস্তার
(D) দিগবিজয়
উত্তর : (D) দিগবিজয় 

৪."দ্বিগ্বিজয়ের রূপকথা" কবিতায় 'জাদু-অশ্ব' বলতে বোঝানো হয়েছে -
(A) অশ্ব
(B) জলযান
(C) বিশ্বাস
(D) পক্ষীরাজ
উত্তর : (C) বিশ্বাস 

9. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কী ধরনের কবিতা?
(গ) শোক কবিতা
(ক) গীতিকবিতা
(খ) গদ্য কবিতা
(ঘ) চতুর্দশপদী কবিতা
উত্তরঃ (খ) গদ্য কবিতা ✓

10. কবি বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে পৌঁছে যেতে চান -
(A) হাওয়াই দ্বীপে
(B) লন্ডন দ্বীপে 
(C) মায়া দ্বীপে
(D) খর্জুরের দ্বীপে
উত্তর : (D) খর্জুরের দ্বীপে 

11. কবিতায় 'দুঃখিনী জননী' বলতে বোঝানো হয়েছে -
(A) ধাত্রীমাকে
(B) ভারতমাতাকে
(C) দুয়োরানিকে
(D) সবগুলি ভুল
উত্তর : (C) দুয়োরানিকে 

12. ‘পূতঃ’ শব্দের অর্থ হল-
(গ) পূজিত
(ক) পবিত্র
(ঘ) মনোবাঞ্ছা
(খ) পূজ্য
উত্তরঃ (ক) পবিত্র ✓

13. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় 'তৃষ্ণাহর খর্জুরের দ্বীপ' বলতে বোঝায় -
(A) মায়াদ্বীপ
(B) স্বপ্নরাজ্য
(C) পরমশান্তি
(D) অশান্তির দ্বীপ 
উত্তর : (C) পরমশান্তি 

14. 'দিগ্বিজয়' - এর প্রকৃত অর্থ হল -
(A) পৃথিবী জয়
(B) যুদ্ধজয়
(C) শুত্রুদের পরাস্ত
(D) সবগুলি ভুল
উত্তর : (A) পৃথিবী জয় 

15. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় ব্যবহৃত প্রধান দুটি অস্ত্র হল -
(A) সাহস ও ধৈর্য
(B) ছুরি ও শাবল
(C) বিশ্বাস ও ভলোবাসা
(D) সবগুলি ভুল
উত্তর : (C) বিশ্বাস ও ভলোবাসা 

16. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় 'বিশ্বাস' ও 'ভালোবাসা  হল -
(A) জীবনযাত্রার মূলঅস্ত্র
(B) রাজকীয় শক্তি
(C) প্রতীকী শক্তি
(D) সবগুলি ভুল
উত্তর : (C) প্রতীকী শক্তি 

17. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় 'বিশ্বাস 'নামক অশ্বটির মাধ্যমে বোঝায় -
(A) আত্মবিশ্বাস ও সংকল্প
(B) রাজাদের অশ্ব
(C) আত্মবিশ্বাস
(D) প্রকৃত শাক্তি
উত্তর : (A) আত্মবিশ্বাস ও সংকল্প 

18. জাদু-অশ্বের নাম হল -
(A) সাহস
(B) পক্ষীরাজ
(C) বিশ্বাস
(D) কমল
উত্তর : (C) বিশ্বাস 

19. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় 'সপ্তডিঙ্গা' হল - 
(A) জলযান
(B) আকাশযান
(C) যুদ্ধযান
(D) নৌযান
উত্তর : (A) জলযান 

20. কবির 'হৃদয়ের খাপে' ভরা মন্ত্রপূত অসি -
(A) নমনীয়
(B) বিরক্তকর
(C) অবিনশ্বর
(D) অভঙ্গুর
উত্তর : (D) অভঙ্গুর 

21. 'কবচকুন্ডল নেই' - কবচকুন্ডল হল -
(A) কর্ণের অস্ত্র
(B) হনুমাদের গদা
(C) শিবের ত্রিশূল
(D) অর্জুনের অস্ত্র
উত্তর : (A) কর্ণের অস্ত্র 

22. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতার কেন্দ্রীয় বার্তা বা মূল বিষয় হল -
(A) বিশ্বজয় করাই জীবন
(B) মানসিক শক্তিই সফলতার কারণ
(C) বাহ্যিক শক্তি নয়, মানসিক শক্তিই আসল 
(D) যুদ্ধ করাই জীবন
উত্তর : (C) বাহ্যিক শক্তি নয়, মানসিক শক্তিই আসল  

23. 'দ্বিগ্বিজয়ের রূপকথা' কবিতায় কবি রক্তে নিজেকে মনে করেছেন -
(A) সাহসী
(B) হিন্দু 
(C) আর্য
(D) রাজপুত্র
উত্তর : (D) রাজপুত্র 

24. 'এই হৃদয়ের খাপে ভরা”- ‘হৃদয়ের খাপে’ কী ভরা আছে?
(A) মন্ত্রপূত ইস্পাতখণ্ড
(B) মন্ত্রপূত কবচ
(C) মন্ত্রপূত কবচকুণ্ডল
(D) মন্ত্রপূত অসি
উত্তরঃ (D) মন্ত্রপূত অসি ✓

25. “নিশ্চিত পৌঁছুবো…”-কে পৌঁছোবে?
(A) পাটরানি
(B) কবি-কথক
(C) দুয়োরানি
(D) সুয়োরানি
উত্তরঃ (B) কবি-কথক ✓

26. “শাণিত ইস্পাত খন্ড।”- ‘শাণিত’ শব্দের অর্থ-
(A) রক্তাক্ত
(B) অতি ধারালো বা তীক্ষ্ণ
(C) বৃহৎ
(D) প্রচণ্ড বা প্রখর
উত্তরঃ (B) অতি ধারালো বা তীক্ষ্ণ ✓

27. “নিশ্চিত পৌঁছুবো…”- কোথায় পৌঁছোনোর কথা বলা হয়েছে?
(A) মালয়দ্বীপে
(B) লাক্ষাদ্বীপে
(C) খজুরের দ্বীপে
(D) সুমাত্রা দ্বীপে
উত্তরঃ (C) খজুরের দ্বীপে ✓

28. কবিতানুসারে ‘শাণিত ইস্পাত খন্ড’ বলতে কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
(A) মন্ত্রপূত কবচকুণ্ডল
(B) মন্ত্রপূত তীর
(C) মন্ত্রপূত ধনুক
(D) মন্ত্রপূত অসি
উত্তরঃ (D) মন্ত্রপূত অসি ✓

29. কবিতানুসারে ‘অসি’ কোথায় ভরা আছে?
(A) অস্ত্র রাখার খাপে
(B) হৃদয়ের খাপে
(C) তৃণীরের খাপে
(D) তরবারির খাপে
উত্তরঃ (B) হৃদয়ের খাপে ✓

30. শাণিত ইস্পাত খন্ড ছাড়াও মন্ত্রপূত অসির আর কোন্ বৈশিষ্ট্যসূচক শব্দ কবিতায় উল্লিখিত আছে?
(A) অটুট
(B) ক্ষণভঙ্গুর
(C) অভঙ্গ
(D) অভঙ্গুর
উত্তরঃ (D) অভঙ্গুর 

31. ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয়ী হতে প্রয়োজন-
(A) ভাগ্য ও বাহুবল
(B) জাদুমন্ত্র
(C) বিশ্বাস ও ভালোবাসা
(D) অর্থ ও লোকবল
উত্তরঃ (C) বিশ্বাস ও ভালোবাসা 
bengali suggestion class 12 2025

'বাঙ্গালা ভাষা' - স্বামী বিবেকানন্দ

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য একটি প্রবন্ধ পড়তে হবে, সেটি হল- ‘বাঙ্গালা ভাষা’। আর এই একটি প্রবন্ধ থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 5নম্বর অর্থাৎ 5টি MCQ প্রশ্ন আসবেই। এই 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল।

1. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধটির রচয়িতা -
(A) স্বামী বিবেকানন্দ
(B) শঙ্খ ঘোষ
(C) প্রমথ চৌধুরী
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : (A) স্বামী বিবেকানন্দ 

2.  স্বামীজি ‘বাঙ্গালা ভাষা’-এর উৎসপত্রটি কোন্ পত্রিকার সম্পাদককে লিখেছিলেন?
(A) উদ্বোধন পত্রিকার 
(B) আনন্দবাজার পত্রিকার 
(C) দেশ পত্রিকার 
(D) বর্তমান পত্রিকার 
উত্তরঃ (A) উদ্বোধন পত্রিকার 

3. ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি কোন্ গ্রন্থের অন্তর্গত?
(A) ‘বর্তমান ভারত’
(B) ‘ভাববার কথা’
(C) ‘পরিব্রাজক’
(D) ‘প্রাচ্য ও পাশ্চাত্য’।
উত্তরঃ (B) ‘ভাববার কথা’ 

4. প্রাবন্ধিকের মতে উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ হল-
(A) সংস্কার
(B) শিক্ষা
(C) ভাষা
(D) অর্থ
উত্তর : (C) ভাষা 

5. প্রাচীনকাল থেকে আমাদের সমস্ত বিদ্যা বিষয়ের অবলম্বন -
(A) উর্দু ভাষা
(B) হিন্দি ভাষা
(C) আরবি ভাষা
(D) সংস্কৃত ভাষা
উত্তর : (D) সংস্কৃত ভাষা 

6. ভাবের বাহক হল –
(A) সংস্কৃতি
(B) ভাষা
(C) চিন্তা
(D) শিক্ষা
উত্তর : (B) ভাষা 

7.  বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ প্রমুখ মনীষী এসেছেন –
(A) বিঘ্নহরণে
(B) সর্বহিতায়
(C) লোকহিতায়
(D) কোনোটিই নয়
উত্তর : (C) লোকহিতায় 

8. যেসব মনীষী ‘লোকহিতায়’ এসেছেন তাঁরা কোন্ ভাষায় শিক্ষা দিয়েছেন?
(A) সাধারণের ভাষায়
(B) উচ্চবিত্তদের ভাষায়
(C) রাজপরিবারের ভাষায়
(D) দুর্বোধ্য ভাষায়
উত্তর : (A) সাধারণের ভাষায় 

9. প্রাচীনকালে ভারতবর্ষের সমস্ত বিদ্যা ছিল –
(A) মারাঠি ভাষায়
(B) তামিল ভাষায়
(C) ফারসি ভাষায়
(D) সংস্কৃত ভাষায়
উত্তর : (D) সংস্কৃত ভাষায় 

10. ‘বাঙ্গালা ভাষা’-র উৎসপত্রটি স্বামীজি লেখেন –
(A) স্বামী ত্রিগুণাতীতানন্দ-র উদ্দেশে
(B) স্বামী শুদ্ধানন্দ-র উদ্দেশে
(C) স্বামী সারদানন্দ-র উদ্দেশে
(D) স্বামী প্রজ্ঞানন্দ-র উদ্দেশে।
উত্তরঃ (A) স্বামী ত্রিগুণাতীতানন্দ-র উদ্দেশে 

11. প্রাবন্ধিক কোন্ ভাষাকে ‘কিম্ভূতকিমাকার’ বলেছেন?
(A) কথা বলার ভাষাকে
(B) প্রাকৃতিক ভাষাকে
(C) সহজসরল ভাষাকে
(D) লেখার ভাষাকে
উত্তর : (D) লেখার ভাষাকে 

12. ‘তখন এই সব চিহ্ন উদয় হল’- কখন ?
(A) যখন দেশ ঐক্যবদ্ধ হতে শুরু করল
(B) যখন দেশ উন্নত হতে শুরু করল
(C) যখন দেশে অবক্ষয় দেখা দিল
(D) যখন দেশটা উৎসন্নে যেতে আরম্ভ হল
উত্তরঃ (D) যখন দেশটা উৎসন্নে যেতে আরম্ভ হল 

13. প্রাবন্ধিকের মতে ‘কলকেতার ভাষা’ বিস্তৃত হবে –
(ক) চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত
(খ) সপ্তগ্রাম থেকে বৈদ্যবাটি পর্যন্ত
(গ) পঞ্চগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত 

14. ক্রোধ, দুঃখ, ভালোবাসা জানানোর ভাষাকে প্রাবন্ধিক কী বলে চিহ্নিত করেছেন?
(A) কিম্ভুতকিমাকার ভাষা
(B) লেখার জন্য আদর্শ ভাষা
(C) কল্পিত ভাষা
(D) অস্বাভাবিক ভাষা
উত্তর : (B) লেখার জন্য আদর্শ ভাষা 

15. পূর্ব-পশ্চিমী ভেদ উঠে যাবে যখন –
(A) বাংলা ভাষা সংস্কৃত ভাষার অনুকরণ করা ছেড়ে দেবে
(B) রেল এবং গতাগতির সুবিধা হবে
(C) বাংলা ভাষার লেখ্য রূপ, কথ্য রূপের মতো সহজ হবে
(D) বইয়ের ভাষা আর ঘরে কথা বলার ভাষা এক হয়ে যাবে।
উত্তরঃ (B) রেল এবং গতাগতির সুবিধা হবে 

16. ‘বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব?
(A) চলিত ভাষা
(B) মান্য চলিত ভাষা
(C) কথ্য ভাষা
(D) কলকেতার ভাষা।
উত্তরঃ (D) কলকেতার ভাষা। 

17. চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন্ ভাষা চলবে?
(A) সংস্কৃত ভাষা
(B) সাধু বাংলা ভাষা
(C) কলকেতার ভাষা
(D) চট্টগ্রামের ভাষা।
উত্তরঃ (C) কলকেতার ভাষা 

18. পাঠ্য প্রবন্ধ অনুযায়ী যাঁরা ‘লোকহিতায়’ এসেছেন তাঁরা হলেন-
(A) বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ
(B) বুদ্ধ, চৈতন্য, বিবেকানন্দ
(C) বুদ্ধ, চৈতন্য, কবীর
(D) বুদ্ধ, চৈতন্য, তুকারাম।
উত্তরঃ (A) বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ 

19. 'মহাভাষ্য'-এর রচয়িতা হল -
(A) কালিদাস
(B) ভাস
(C) পতঞ্জলি
(D) পাণিনি
উত্তর : (C) পতঞ্জলি 

20. 'মীমাংসাভাষ্য- এর রচয়িতা ছিলেন -
(A) ভাস
(B) শবরস্বামী
(C) শূদ্রক
(D) পাণিনি
উত্তর : (B) শবরস্বামী 

21. প্রাকৃতিক নিয়মে কী বলবান হচ্ছে ?
(A) দিল্লির ভাষা
(B) বৈদ্যনাথের ভাষা
(C) চট্টগ্রামের ভাষা
(D) কলকেতার ভাষা
উত্তরঃ (D) কলকেতার ভাষা 

22. ধ্রুপদি সংগীতের বিভিন্ন ভাবভঙ্গিযুক্ত কঠিন গানের ভাব, উদ্দেশ্য কে বুঝতে পারেন না ?
(A) বশিষ্ঠ ঋষি
(B) বিশ্বামিত্র ঋষি
(C) ভরত ঋষি
(D) পরাশর ঋষি
উত্তরঃ (C) ভরত ঋষি 

23. প্রাবন্ধিক কথ্য ভাষার যে দুটি বৈশিষ্ট্য ব্যবহার করার নির্দেশ দিয়েছেন সেগুলি হল-
(A) ব্যাকরণ এবং শব্দভাণ্ডার
(B) ভাব এবং ভঙ্গি
(C) রীতিনীতি এবং রকমফের
(D) জটিলতা এবং কাঠিন্য।
উত্তরঃ (B) ভাব এবং ভঙ্গি 

24. অপ্রাকৃতিক এবং কল্পিত ভাষাকে প্রাবন্ধিক বলেছেন-
(A) সোজাসাপটা
(B) কিম্ভুতকিমাকার
(C) কটমট
(D) সহজসরল
উত্তরঃ (C) কটমট 

25. মানুষ জ্যান্ত ভাষায় তখন কথা বলে, যখন সে –
(A) বেঁচে থাকে
(B) হাসিখুশি থাকে
(C) অসুস্থ থাকে
(D) চিন্তা করে।
উত্তরঃ (A) বেঁচে থাকে 

'পোটরাজ' - শঙ্কর রাও খারাট

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য একটি ভারতীয় গল্প ও একটি আন্তর্জাতিক কবিতা পড়তে হবে। ভারতীয় গল্পটি হল – 'পোটরাজ' । আর এই ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 5 নম্বর অর্থাৎ 5টি MCQ প্রশ্ন আসবেই। এই গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল।

1. 'পোটরাজ' গল্পটি অনুবাদ করেছেন -
(A) সুনন্দন চক্রবর্তী
(B) আদিত্য ঘোষ
(C) শিশিরকুমার দাস
(D) শঙ্খ ঘোষ
উত্তর : (A) সুনন্দন চক্রবর্তী 

2. গ্রামের সমস্ত লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে আছে কারণ-
(A) তারা মন দিয়ে পোটরাজের নাচ দেখছে
(B) তারা মারীয়াই দেবীর পুজো করছে
(C) তারা প্রার্থনা করছে
(D) গ্রামে মহামারি লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত
উত্তরঃ (D) গ্রামে মহামারি লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত 

3. গ্রামের পোটরাজের নাম ছিল -
(A) মাদা
(B) মামা
(C) আদিত্য
(D) দামা
উত্তর : (D) দামা 

4. পোটরাজের স্ত্রীর নাম ছিল -
(A) দ্রোপদী
(B) দুরপত 
(C) সাবিত্রী
(D) অন্নদা
উত্তর : (B) দুরপত  

5. 'পোটরাজ' গল্পের কাহিনি - 
(A) আষাঢ় মাসের 
(B) শ্রাবণ মাসের 
(C) বৈশাখ মাসের 
(D) চৈত্র মাসের 
উত্তর : (A) আষাঢ় মাসের  

6. ‘পোটরাজ’ গল্পটি কোন্ গ্রন্থ থেকে গৃহীত?
(A) ‘তাদিপার’
(B) ‘গাভ-চি-শিব’
(C) ‘বড় বালুতেদার’
(D) ‘তিতভিচা ফেরা’
উত্তরঃ (C) ‘বড় বালুতেদার’ 

7. দামার বউয়ের চোখগুলি ছিল -
(A) রক্তবর্ণ
(B) জল ভরা
(C) ছোটো
(D) ফোলা
উত্তর : (B) জল ভরা 

8. পোটরাজ-রা কোন্ দেবীর উপাসক?
(A) মাতঙ্গী
(B) মারাংবুরু
(C) মারীয়াই
(D) পর্ণশবরী
উত্তরঃ (C) মারীয়াই 

9. দামার বাড়ির দরজায় চিৎকার করেছিল -
(A) একটা কুকুর 
(B) একটা বিড়াল
(C) একটা গরু
(D) একটা হাতি
উত্তর : (A) একটা কুকুর  

10. পোটরাজ দামার বাড়ির আবহাওয়া কীরূপ?
(A) হালকা
(B) ফুরফুরে
(C) ভারী
(D) রহস্যজনক
উত্তরঃ (C) ভারী 

11. 'দামা বাড়ি আছে নাকি?' - বক্তা হলেন -
(A) মোড়ল
(B) মোড়ল আর তার চেলা
(C) বক্কলাবাঈ
(D) দূরপত
উত্তর : (B) মোড়ল আর তার চেলা 
 
12. পোটরাজ দামাকে দেখতে মোড়লরা এসেছিল - 
(A) মোট পাঁচ জন 
(B) মোট তিন জন
(C) মোট চার জন
(D) মোট দুজন
উত্তর : (C) মোট চার জন 

13. "পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই।"- বক্তা হলেন -
(A) বঞ্চলাবাঈ 
(B) প্রতিবেশী
(C) রাজেন্দ্র
(D) আনন্দ
উত্তর : (A) বঞ্চলাবাঈ  

14. গ্রামের লোকজনকে অসুখ থেকে বাঁচানোর জন্য মোড়ল  করতে চেয়েছিল -
(A) পুজো
(B) নাটক
(C) মনসামঙ্গল
(D) যাত্রা
উত্তর : (D) যাত্রা 

15. দুরপত-দামার বড়ো ছেলের নাম -
(A) রাম
(B) আনন্দ
(C) মোড়ল
(D) রাজেন্দ্র
উত্তর : (B) আনন্দ 

16. আনন্দ সূর্য ওঠার পর -
(A) হরিণ শিকার করতে গিয়েছিল
(B) বই পড়তে ছিল
(C) নদীতে স্নান করতে গিয়েছিল
(D) মেলা দেখতে গিয়েছিল
উত্তর : (C) নদীতে স্নান করতে গিয়েছিল 

17. পোটরাজ রোদে বেরোয় না -
(A) চারদিন হয়ে গেল
(B) তিনদিন হয়ে গেল
(C) দুইদিন হয়ে গেল
(D) একদিন হয়ে গেল
উত্তর : (B) তিনদিন হয়ে গেল 

18. গ্রামে সবাই উদবিগ্ন ছিল, কারণ -
(A) গ্রামে হঠাৎ বাঘ এসেছিল
(B) গ্রামের প্রধান মারা গেছিল
(C) গ্রামে বন্যা হয়েছিল
(D) একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছিল
উত্তর : (D) একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছিল 

19. গ্রামের সমস্ত লোকেরা কীভাবে বসে ?
(A) হাঁটুর উপর মাথা রেখে
(B) নতজানু হয়ে
(C) মুখ আকাশের দিকে তুলে
(D) হাত জড়ো করে
উত্তরঃ (A) হাঁটুর উপর মাথা রেখে 

20. দুরপতের বাড়ির পাশে রাত্রিতে তীক্ষ্ণ চিৎকার করেছিল -
(A) একটা হাতি
(B) একটা বিড়াল
(C) একটা কুকুর
(D) একটা ফেউ
উত্তর : (D) একটা ফেউ 

21. দামার বড়ো ছেলে -
(A) চুরি করত
(B) হাইস্কুলে পড়াশোনা করত
(C) চাষ করত
(D) চাকরি করত
উত্তর : (B) হাইস্কুলে পড়াশোনা করত 

22. দূরপাতের ছেলে হাইস্কুলে পড়ে -
(A) হিন্দি
(B) সংস্কৃত
(C) বাংলা
(D) ইংরেজি 
উত্তর : (D) ইংরেজি 

23. দামার বউ-এর নাম কী?
(A) বঞ্চলা
(B) দুরপত
(C) খুশবু
(D) আনন্দী
উত্তরঃ (B) দুরপত 

24. “এখনও প্রাণটুকু আছে খালি বাবা।” বক্তা হলেন-
(A) পোটরাজ
(B) দুরপত
(C) আনন্দ
(D) গ্রামের মোড়ল
উত্তরঃ (B) দুরপত 

25. দামার বউয়ের চোখ জলভরা ছিল। কারণ -
(A) তার বাবা মারা গিয়েছিল
(B) তার স্বামী পোটরাজ অসুস্থ ছিল
(C) তার চোখে ব্যাথা ছিল
(D) গ্রামের মানুষ তাকে বদনাম করত 
উত্তর : (B) তার স্বামী পোটরাজ অসুস্থ ছিল 

26. দুরপাতের ছেলে কাকের দিকে ছুঁড়েছিল -
(A) কাস্তে
(B) বল 
(C) খাবার
(D) ঢিল
উত্তর : (D) ঢিল 

27. আনন্দ গল্পের শেষে সিদ্ধান্ত নিয়েছিল -
(A) সে মন্দিরে গিয়ে কিছু ঘটায়
(B) চুরি করবে
(C) গ্রাম ছেড়ে পালিয়ে যাবে
(D) মারামারি করবে
উত্তর : (A) সে মন্দিরে গিয়ে কিছু ঘটায় 

28. দেবীর লীলা সম্পর্কে গ্রামের লোকেরা বলেছিল -
(A) দেবী ভয় পায় না
(B) দেবীর ইচ্ছাই শেষ কথা 
(C) দেবীর মহিমা অসীম 
(D) দেবী অনেক ক্ষমতাশীল 
উত্তর : (B) 

29. পোটরাজের জীবন ছিল -
(A) আনন্দময়
(B) বিলাসবহুল
(C) কঠোর ও ত্যাগের 
(D) দুঃখময়
উত্তর : (C) কঠোর ও ত্যাগের  

'তার সঙ্গে' - পাবলো নেরুদা

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য একটি ভারতীয় গল্প ও একটি আন্তর্জাতিক কবিতা পড়তে হবে। আন্তর্জাতিক কবিতাটি হল – 'তার সঙ্গে'। আর এই ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 5 নম্বর অর্থাৎ 5টি MCQ  প্রশ্ন  আসবেই। এই কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল।

1. ‘তার সঙ্গে’ কবিতাটি বাংলায় তরজমা করেছেন কে ?
(A) নবারুণ ভট্টাচার্য
(B) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(C) শক্তি চট্টোপাধ্যায়
(D) শঙ্খ ঘোষ
উত্তর : (C) শক্তি চট্টোপাধ্যায় 

2. ‘কষ্টেসৃষ্টেও’ কবি-কথক ______ করবেন বলে জানিয়েছেন?
(A) উঠে দাঁড়াবেন
(B) পথ হাঁটবেন
(C) কলম ধরবেন
(D) যুদ্ধে যাবেন।
উত্তরঃ (A) উঠে দাঁড়াবেন 

3. ".... একে পার করতে হবে।"- কবি মতে পার করতে হবে -
(A) মানুষকে
(B) সময়কে
(C) সম্পর্ককে
(D) সবগুলি ভুল
উত্তর : (B) সময়কে 

4. কবি সময়টি সুবিধার নয় বলে তাঁর সন্ধীকে অপেক্ষা করতে বলেছেন -
(A) কবির জন্য
(B) ভালো সময়ের জন্য
(C) সুযোগের জন্য
(D) শান্ত থাকার জন্য
উত্তর : (A) কবির জন্য 

5. ‘তার সঙ্গে’ কবিতাটি পাবলো নেরুদা-র কোন্ কাব্যগ্রন্থ থেকে সংকলিত ?
(A) ‘The Captain’s Verses’
(B) ‘World’s End’
(C) ‘The Yellow Heart’
(D) ‘Extravagaria’
উত্তরঃ (D) ‘Extravagaria’ 

6. ".... অপেক্ষা করো।" - এখানে অপেক্ষা করতে বলেছেন -
(A) কবির জন্য
(B) সুসময়ের জন্য
(C) সুযোগের জন্য
(D) ফলাফলের জন্য
উত্তর : (A) কবির জন্য 

7. "... আমার হাতে রাখো" - কবি রাখতে বলেছেন - 
(A) একটি ফুল
(B) প্রিয়তমার একটি হাত
(C) প্রিয়তমার দুটি ছোট্ট হাত
(D) প্রিয়তমার দেওয়া উপহার
উত্তর : (C) প্রিয়তমার দুটি ছোট্ট হাত 

৪. 'তার সঙ্গে' কবিতায় কবি সঙ্গে নিতে বলেছেন -
(A) ঝুড়ি-শাবল
(B) প্রিয়তমাকে
(C) তির-ধনুক
(D) কোদাল ও কাস্তে
উত্তর : (A) ঝুড়ি-শাবল 

9. ‘তার সঙ্গে’ কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন্ গ্রন্থে সংকলিত হয়েছে?
(A) ‘আমেরিকান ইন্ডিয়ান শ্রেষ্ঠ কবিতা’
(B) ‘পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা’
(C) ‘পাবলো নেরুদার প্রেমের কবিতা’
(D) ‘খ’ ও ‘গ’ উভয়ই।
উত্তরঃ (D) ‘খ’ ও ‘গ’ উভয়ই 

10. যখন সময় সুবিধার না তখন কী করতে হবে ?
(A) সমঝে পার হতে হবে
(B) ব্যস্ত থাকতে হবে
(C) মিলেমিশে থাকতে হবে
(D) সুসময়ের অপেক্ষা করতে হবে
উত্তর : (A) সমঝে পার হতে হবে 

11. "তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো " - এখানে তুমি হল - 
(A) প্রকৃতি
(B) কথক
(C) প্রিয়জন
(D) দেশ 
উত্তর : (C) প্রিয়জন 

12. "আমার আবার সেরকম এক জুড়ি" - 'জুড়ি' বলতে বোঝানো হয়েছে - 
(A) জীবনসঙ্গীকে
(B) ছেলে-মেয়েকে
(C) বন্ধুকে
(D) সবগুলি ভুল
উত্তর : (A) জীবনসঙ্গীকে 

13. 'তার সঙ্গে' কবিতায় কবি শাবল, ঝুড়ি ও কাপড় চোপড় নিতে বলেছেন -
(A) বিদেশ ভ্রমণ করার জন্য
(B) পালিয়ে যাওয়ার জন্য
(C) কুঁয়ো খনন করার জন্য
(D) লড়াইয়ের প্রস্তুতির জন্য
উত্তর : (D) লড়াইয়ের প্রস্তুতির জন্য 

14. ‘তার সঙ্গে’ কবিতাটি কোন্ যুদ্ধের প্রেক্ষাপটে রচিত?
(A) স্ট্যালিনগ্রাদের বিশ্বযুদ্ধ
(B) স্পেনের গৃহযুদ্ধ
(C) প্রথম বিশ্বযুদ্ধ
(D) বার্লিনের যুদ্ধ।
উত্তরঃ (B) স্পেনের গৃহযুদ্ধ 

15. 'তার সঙ্গে' কবিতায় 'চার হাত চার চোখ' বলতে বোঝানো হয়েছে -
(A) বিষ্ণুকে 
(B) গণেশকে
(C) সহযোগিতা ও ঐক্য
(D) ভালবাসাকে
উত্তর : (C) সহযোগিতা ও ঐক্য 

16.  সময়টা কীরূপ ?
(A) খুব সুখের না
(B) খুব আতঙ্কের না
(C) খুব সুবিধের না
(D) খুব শান্ত না।
উত্তরঃ (C) খুব সুবিধের না 

17. “… খুব সুবিধের না।”- কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
(A) কোনো মানুষের প্রতি
(B) সময়ের প্রতি
(C) কোনো বিশেষ দিনের প্রতি
(D) দেশের পরিস্থিতির প্রতি।
উত্তরঃ (B) সময়ের প্রতি 

18. “… আমার হাতে রাখো”- কী রাখার কথা বলা হয়েছে?
(A) হাত
(B) গোলাপ
(C) চাবুক
(D) বন্দুক।
উত্তরঃ (A) হাত 

19. “ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো”- কে হাত রাখবে?
(A) কথকের শিশুপুত্র
(B) কথকের প্রেমিকা
(C) কথকের সহপাঠী
(D) রাস্তার দুস্থ বালক।
উত্তরঃ (B) কথকের প্রেমিকা 

20. আগুন জ্বালানোর জন্য লাগবে - 
(A) মাচিস 
(B) শুকনো পান 
(C) লাইটার
(D) একে অপরকে
উত্তর : (D) একে অপরকে 

21. 'তার সঙ্গে' কবিতায় কবির মতে, তাঁদের হাতগুলো লাগবে -
(A) ফল তোলার জন্য
(B) আগুন জ্বালানোর জন্য
(C) ভাত রান্না করার জন্য
(D) ফুলগাছ লাগানোর জন্য
উত্তর : (B) আগুন জ্বালানোর জন্য 

22. 'রোসো' শব্দের অর্থ হল -  
(A) অপেক্ষা করো
(B) লাভ কর
(C) বিশ্রাম করা
(D) রাগ করা
উত্তর : (A) অপেক্ষা করো 

23. খুব সর্ব্বে একে পার করতে হবে।- কারা পার করবে?
(A) কথক ও তাঁর সঙ্গিনী
(B) কথক ও তাঁর ভ্রাতা
(C) কথক ও তাঁর পিতা-মাতা
(D) কথক ও তাঁর বন্ধুরা।
উত্তরঃ (A) কথক ও তাঁর সঙ্গিনী 

24. 'তার সঙ্গে' কবিতায় কবি প্রতিকূল সময়কে মোকাবিলা করতে বলেছেন - 
(A) একসঙ্গে থেকে
(B) যুদ্ধ করে 
(C) ভালোবেসে 
(D) খেলা করে
উত্তর : (A) একসঙ্গে থেকে 

25. যখন সময় সুবিধের না তখন কী করতে হবে?
(A) ব্যস্ত হতে হবে
(B) নিদ্রা যেতে হবে
(C) আনন্দ করতে হবে
(D) সমঝে পার হতে হবে।
উত্তরঃ (D) সমঝে পার হতে হবে

26. "ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে"-  এখানে আগুন হল -
(A) ভালোবাসার প্রতীক
(B) নব সূচনার প্রতীক
(C) ধ্বংসের প্রতীক
(D) বিদ্রোহের প্রতীক
উত্তর : (B) নব সূচনার প্রতীক 

27. আমাদের দুজনের  _________ লাগবে।
(A) ভালোবাসা
(B) বন্ধুত্ব
(C) হাতগুলোই
(D) কথাগুলি
উত্তর : (C) হাতগুলোই 

28. দুজনে মিলে খুব ______ একে পার করতে হবে।
(A) ভালোবেসে
(B) সমঝে
(C) মিলেমিশে
(D) ব্যাখ্যা
উত্তর : (B) সমঝে 

29.  বোসো, আমার জন্যে দাঁড়াও। - কথক _____ উদ্দেশে এই কথাগুলি বলেছেন?
(A) সঙ্গিনীর
(B) ছাত্রের
(C) পরিচারকের
(D) সহযাত্রীর
উত্তরঃ (A) সঙ্গিনীর 

30. কাঁকে ঝুড়ি নাও, ______  নাও। 
(A) শাবল
(B) ফুল
(C) কুঠার
(D) সবগুলি ভুল
উত্তর : (A) শাবল ✓

প্রথম অধ্যায় : ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা

ভূ(caps)মিকা :  দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য ভাষা অংশ থেকে তিনটি অধ্যায় পড়তে হবে : প্রথম অধ্যায়: ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা, দ্বিতীয় অধ্যায় : ধ্বনিতত্ত্ব, তৃতীয় অধ্যায় : শব্দার্থতত্ত্ব। আর এই ভাষা অংশ থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 10 নম্বর অর্থাৎ 10টি MCQ প্রশ্ন আসবেই। প্রথম অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল।

1. ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়-
(A) বিজ্ঞান
(B) ভাষা
(C) ধ্বনি
(D) সাহিত্য
উত্তরঃ (B) ভাষা 

2. ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হল-
(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি
উত্তরঃ (C) তিনটি 

3. কোনো লেখকের লেখার নিজস্ব রচনারীতির বিশ্লেষণকে বলা হয় -
(A) বাক্যতত্ত্ব
(B) শৈলী
(C) শৈলীবিজ্ঞান
(D) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান 
উত্তর : (C) শৈলীবিজ্ঞান 

4. 'শৈলী' শব্দের অর্থ-
(A) কৌশল
(B) সৃষ্টি
(C) রচনারীতি
(D) ভাষা
উত্তর : (C) রচনারীতি 

5. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন-
(A) উইলিয়াম কেরি
(B) সুকুমার সেন
(C) স্যার উইলিয়াম জোন্স
(D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ (C) স্যার উইলিয়াম জোন্স 

6. স্যার উইলিয়াম জোন্স ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে?
(A) ১৬৫৬ খ্রিস্টাব্দে
(B) ১৮২৪ খ্রিস্টাব্দে
(C) ১৯০০ খ্রিস্টাব্দে
(D) ১৭৮৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (D) ১৭৮৬ খ্রিস্টাব্দে 

7. সংস্কৃত, গ্রিক, লাতিন প্রভৃতি ভাষাগুলির উৎপত্তির মূলে প্রধান ভাষাটি কী?
(A) বালতো-স্লাভিক
(B) ইতালীয়
(C) ইন্দো-ইউরোপীয়
(D) বাংলা।
উত্তরঃ (C) ইন্দো-ইউরোপীয় 

8. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল-
(A) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
(B) উনিশ শতকের শেষের দিকে
(C) সপ্তদশ শতাব্দীর প্রথমে
(D) আঠারো শতকের শেষে।
উত্তরঃ (A) বিংশ শতাব্দীর গোড়ার দিকে 

10. LAD শব্দটির পুরো নামক 
(A) Language Alert Device
(B) Language Acquaint Device
(C) Language Addition Device
(D) Language Acquisition Device
উত্তর : (D) Language Acquisition Device 

11. প্রধান ভাষাবিজ্ঞান যে পাঁচটি শাখায় ভাষা আলোচনা করে, সেই শাখাগুলির অন্তর্গত নয়-
(A) ধ্বনিবিজ্ঞান
(B) ধ্বনিতত্ত্ব
(C) শৈলীবিজ্ঞান
(D) রূপতত্ত্ব।
উত্তরঃ (C) শৈলীবিজ্ঞান 

12. কোথায় প্রথম বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল?
(A) গ্রিসে
(B) ইউরোপে
(C) রাশিয়ায়
(D) ভারতে।
উত্তরঃ (B) ইউরোপে 

13. বাগ্যন্ত্রের সাহায্যে কীভাবে ধ্বনিসমষ্টি উচ্চারিত হয়, তা আলোচনা করে-
(A) রূপতত্ত্ব
(B) ধ্বনিবিজ্ঞান
(C) বাক্যতত্ত্ব
(D) শব্দার্থতত্ত্ববাক্যতত্ত্বের বই
উত্তরঃ (B) ধ্বনিবিজ্ঞান 

14. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে-
(A) সমকালীন ভাষার অতীত নিয়ে
(B) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
(C) ভাষার গঠনরীতি নিয়ে
(D) বিভিন্ন ভাষার গঠনরীতি নিয়ে
উত্তর : (B) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে 

15. LAD হল-
(A) মানুষের মস্তিষ্কে ভাষা সৃষ্টির প্রক্রিয়া
(B) মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষাপ্রত্যঙ্গ
(C) মানুষের মস্তিষ্কে ভাষা সংরক্ষণের জায়গা
(D) মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া
উত্তর : (B) মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষাপ্রত্যঙ্গ 

16. 'Dictionary' শব্দটি প্রথম পাওয়া যায়-
(A) ত্রয়োদশ শতাব্দীতে
(B) ১৮৬১ সালে পল ব্রোকা-এর লেখা ফারসি-ইংরেজি অভিধানে
(C) ১৫৩৮ সালে স্যার থমাস এলিয়েট-এর ল্যাটিন-ইংরেজি অভিধানে
(D) ১৭৮৬ সালে
উত্তর : (C)  ১৫৩৮ সালে স্যার থমাস এলিয়েট-এর ল্যাটিন-ইংরেজি অভিধানে 

17. স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন, তার মধ্যে কয়েকটি ভাষা হল-
(A) অসমিয়া, মহারাষ্ট্রী প্রাকৃত
(B) লাতিন, ফারসি
(C) চিনা, জাপানি
(D) গ্রিক, লাতিন, ফারসি
উত্তর : (D) গ্রিক, লাতিন, ফারসি 

18. ভাষাবিজ্ঞানে তিনটি বহুল প্রচলিত শাখার নাম হল-
(A) বর্ণনামূলক, তুলনামূলক, সমাজভাষাবিজ্ঞান
(B) তুলনামূলক, ঐতিহাসিক, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(C) তুলনামূলক, মনো, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(D) ঐতিহাসিক, ফলিত,স্নায়ুভাষাবিজ্ঞান
উত্তর : (B) তুলনামূলক, ঐতিহাসিক, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান 

19. অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হল-
(A) জনসন
(B) চমস্কি
(C) হরিচরণ
(D) যাস্ক
উত্তর : (D) যাস্ক 

20. ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের _______ গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে?
(A) ডান
(B) বাম
(C) সম্মুখ
(D) পশ্চাদ
উত্তর : (B) বাম 

21. ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে বলা হয়-
(A) পারোল
(B) FMRI 
(C) লাঙ্
(D) PET
উত্তর : (C) লাঙ্ 

22. কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে-
(A) কোড-বদল
(B) কোড
(C) ক্রেওল
(D) রেজিস্টার
উত্তর : (B) কোড 

23. এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হলে, তাকে বলে-
(A) একভাষিক অভিধান
(B) ইতিহাসভিত্তিক অভিযান
(C) দ্বিভাষিক অভিধান
(D) বিষয়ভিত্তিক অভিধান
উত্তর : (A) একভাষিক অভিধান 

24. 'লাহ্' ও 'পারোল' ধারণার প্রবক্তা-
(A) সোস্যুর
(B) উইলিয়াম জোন্স
(C) চমস্কি
(D) জনসন
উত্তর : (A) সোস্যুর 

25. এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে, তাকে বলে-
(A) ইতিহাসভিত্তিক অভিযান
(B) বিষয়ভিত্তিক অভিধান
(C) একভাষিক অভিধান
(D) দ্বিভাষিক অভিধান
উত্তর : (D) দ্বিভাষিক অভিধান 

26. ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়-
(A) মুখের ভাষা
(B) লিখিত ভাষা
(C) ধ্বনি
(D) সাহিত্য
উত্তর : (A) মুখের ভাষা 

27. ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য হল-
(A) ভাষা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে চর্চা করা
(B) নির্দিষ্ট এক একটি ভাষার আলাদাভাবে চর্চা করা
(C) লিখিত ভাষার চর্চা করা
(D)  সবগুলি ভুল
উত্তর : (A) ভাষা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে চর্চা করা 

28. ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচনক্রিয়াকে বলে-
(A) LAD
(B) কোড-বদল
(C) লাঙ্
(D) পারোল
উত্তর : (D) পারোল 

29. LAS হল- 
(A) মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া
(B) মানুষের মস্তিষ্কে ভাষা সৃষ্টির প্রক্রিয়া
(C) মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষাপ্রত্যঙ্গ
(D)  সবগুলি ভুল
উত্তর : (A) মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া 

30. পৃথিবীর প্রাচীনতম অভিধান হল-
(A) শব্দকল্পদ্রুম
(B) ধাতুপাঠ
(C) নিরুক্ত
(D) অক্সফোর্ড ইংলিশ ডিক্সনারি
উত্তর : (C) নিরুক্ত 

31. ভারতে অভিধান রচনার সূত্রপাত হয়-
(A) বিশ্বনাথ কবিরাজের 'সাহিত্য দর্পণ' থেকে
(B) পাণিনির 'অষ্টাধ্যায়ী' থেকে
(C) যাস্কের 'নিরুক্ত' থেকে
(D) দেবের 'শব্দকল্পদ্রুম' থেকে
উত্তর : (C) যাস্কের 'নিরুক্ত' থেকে 

দ্বিতীয় অধ্যায়  : ধ্বনিতত্ত্ব

ভূ(caps)মিকা :  দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য ভাষা অংশ থেকে তিনটি অধ্যায় পড়তে হবে : প্রথম অধ্যায়: ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা, দ্বিতীয় অধ্যায় : ধ্বনিতত্ত্ব, তৃতীয় অধ্যায় : শব্দার্থতত্ত্ব। আর ভাষা অংশ থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 10 নম্বর অর্থাৎ 10টি MCQ প্রশ্ন আসবেই। দ্বিতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল।





তৃতীয় অধ্যায় : শব্দার্থতত্ত্ব

ভূ(caps)মিকা :  দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য ভাষা অংশ থেকে তিনটি অধ্যায় পড়তে হবে : প্রথম অধ্যায়: ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা, দ্বিতীয় অধ্যায় : ধ্বনিতত্ত্ব, তৃতীয় অধ্যায় : শব্দার্থতত্ত্ব। আর ভাষা অংশ থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 10 নম্বর অর্থাৎ 10টি MCQ প্রশ্ন আসবেই। দ্বিতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল।

প্রথম অধ্যায় : বাংলা গানের ইতিহাস

ভূ(caps)মিকা :  দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য 'বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস' থেকে তিনটি অধ্যায় পড়তে হবে : প্রথম অধ্যায়: বাংলা গানের ইতিহাস, দ্বিতীয় অধ্যায় : বাঙালির বিজ্ঞানচর্চা, তৃতীয় অধ্যায় : বাঙালির ক্রীড়াসংস্কৃতি। শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 5 নম্বর অর্থাৎ 5টি MCQ প্রশ্ন আসবেই। প্রথম অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি নিচে দেওয়া হল।

1. বাংলা সংগীতের আদিতম লিখিত নিদর্শন হল-
(A) চর্যাপদ
(B) শ্রীকৃষ্ণকীর্তন
(C) বৈয়ব পদাবলি
(D) শাক্তপদাবলি
উত্তরঃ (A) চর্যাপদ 

2. একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম-
(A) লালন ফকির
(B) হরু ঠাকুর
(C) রামপ্রসাদ সেন
(D) গোবিন্দদাস কবিরাজ
উত্তরঃ (B) হরু ঠাকুর 

3. টপ্পা গান প্রচলনের অন্যতম পুরোধা ছিলেন-
(A) কালী মির্জা
(B) মধুসূদন কিন্নর
(C) শ্রীদাম দাস
(D) দাশরথি রায়।
উত্তরঃ (A) কালী মির্জা 

4. টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন-
(A) বেগম আখতার
(B) ভূপেন হাজারিকা
(C) রামনিধি গুপ্ত
(D)  নির্মলেন্দু চৌধুরী
উত্তর : (C) রামনিধি গুপ্ত 
-
5.  যাঁর মাধ্যমে আখড়াই গান সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে, তিনি হলেন-
(A) কুলুইচন্দ্র সেন
(B) কালীদাস চট্টোপাধ্যায়
(C) রামনিধি গুপ্ত
(D) দাশরথি রায়।
উত্তরঃ (C) রামনিধি গুপ্ত 

6.  কে প্রথম ‘জুড়ির গান’ প্রবর্তন করেন?
(A) রামচাঁদ মুখোপাধ্যায়
(B) মদনমোহন চট্টোপাধ্যায়
(C) গোপাল রায়
(D) গৌরহরি দাস মহাপাত্র
উত্তরঃ (B) মদনমোহন চট্টোপাধ্যায় 

7. চপকীর্তনের প্রবর্তক হলেন-
(A) গৌরহরি দাস মহাপাত্র
(B) জগমোহিনী কান
(C) রূপচাঁদ অধিকারী
(D) অঘোর দাস
উত্তরঃ (C) রূপচাঁদ অধিকারী 

8. রবীন্দ্রনাথের প্রথম সংগীত শিক্ষক ছিলেন-
(A) নিধুবাবু
(B) রঘুনাথ রায়
(C) জ্ঞান গোঁসাই
(D) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী
উত্তর : (D) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী 

9. বাংলা ভাষায় গজল রচনায় পথিকৃৎ হলেন-
(A) প্রবোধচন্দ্র 
(B)  রবীন্দ্রনাথ ঠাকুর
(C) নিধুবাবু
(D) অতুলপ্রসাদ সেন
উত্তর : (D) অতুলপ্রসাদ সেন 

10. বাংলার দুটি লোকসংগীতের ধারা হল -
(A) গজল, স্বদেশসংগীত
(B) সারিগান, ভাটিয়ালি
(C) জারি, গজল
(D) গীতিনাট্য, গীতিআলেখ্য
উত্তর : (B) সারিগান, ভাটিয়ালি 

11. 'ভাওয়াইয়া' গানগুলি নিজস্ব সম্পদ-
(A) পূর্ববঙ্গের
(B) উত্তরবঙ্গের
(C) রাঢ়বঙ্গের 
(D) দক্ষিণবঙ্গের  
উত্তর : (B) উত্তরবঙ্গের 

12. 'ধনধান্য পুষ্পভরা' গানটির রচয়িতা-
(A) দ্বিজেন্দ্রলাল
(B) চন্ডীদাস
(C) কাজী নজরুল ইসলাম
(D) রবীন্দ্রনাথ
উত্তর : (A) দ্বিজেন্দ্রলাল 

13.  জারি গানে 'জারি' শব্দের অর্থ-
(A) বীরত্ব 
(B) আনন্দ
(C) সমবেত
(D) ক্রন্দন
উত্তর : (D) ক্রন্দন 

14. পৃথিবী বিখ্যাত গান 'We shall overcome'-এর বাংলা অনুবাদ 'আমরা করব জয়'-এর রচয়িতা-
(A) সলিল চৌধুরী
(B) ধনঞ্জয় ভট্টাচার্য
(C) শিবদাস বন্দ্যোপাধ্যায়
(D) রবীন্দ্রনাথ
উত্তর : (C) শিবদাস বন্দ্যোপাধ্যায় 

15. ঠুংরি গানের প্রবর্তক কে?
(A) নবাব ওয়াজেদ আলি শাহ
(B) বেগম আখতার
(C) গুলাম আলি খাঁ
(D) পান্নালাল ভট্টাচার্য
উত্তর : (A) নবাব ওয়াজেদ আলি শাহ 

16. ঢপর্কীর্তন গানের 'ঢপ' শব্দের অর্থ কী?-
(A) যথেচ্ছাচার
(B) রাগ
(C) শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন
(D) বাউল
উত্তর : (C) শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন 

17. 'তুমি নির্মল করো মঙ্গঙ্গল করে' গানটির রচয়িতা-
(A) রজনীকান্ত সেন
(B)  রবীন্দ্রনাথ ঠাকুর
(C) নিধুবাবু
(D) অতুলপ্রসাদ সেন
উত্তর : (A) রজনীকান্ত সেন 

18. বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন-
(A) কাজী নজরুল ইসলাম
(B) যদুভট্ট
(C) রামশঙ্কর ভট্টাচার্য
(D) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর : (C) রামশঙ্কর ভট্টাচার্য 

19. 'চারণ কবি' নামে প্রসিন্ধ-
(A) রজনীকান্ত সেন
(B) মুকুন্দদাস
(C) নিধুবাবু
(D) অতুলপ্রসাদ সেন
উত্তর : (B) মুকুন্দদাস 

20. "মায়ের দেওয়া মোটা কাপড়"-গানটির রচয়িতা হলেন-
(A) দ্বিজেন্দ্রলাল
(B) রজনীকান্ত সেন
(C) কাজী নজরুল ইসলাম
(D) রবীন্দ্রনাথ
উত্তর : (B) রজনীকান্ত সেন 

21. কোন্ চলচ্চিত্রের সূত্রে গীতিকার সত্যজিৎ-এর আত্মপ্রকাশ ঘটে?
(A) গুপী গাইন বাঘা বাইন
(B) পথের পাঁচালী
(C) হীরক রাজার দেশে
(D) অপরাজিত
উত্তর : (A) গুপী গাইন বাঘা বাইন 

22. শাক্ত সংগীতের প্রথম ও প্রধান কবি হলেন-
(A) রজনীকান্ত সেন
(B) কমলাকান্ত ভট্টাচার্য
(C) নিধুবাবু
(D) রামপ্রসাদ সেন
উত্তর : (D) রামপ্রসাদ সেন 

23. বাংলাদেশে প্রথম খেয়াল চর্চা শুরু করেন-
(A) রঘুনাথ রায়
(B) মাধবলাল চক্রবর্তী
(C) কানাইলাল ধর
(D) গোপীমোহন ঠাকুর
উত্তর : (A) রঘুনাথ রায় 

24. 'বলো বলো বলো সবে' গানটি লিখেছেন-
(A) দ্বিজেন্দ্রলাল
(B) অতুলপ্রাসাদ
(C) কাজী নজরুল ইসলাম
(D) রবীন্দ্রনাথ
উত্তর : (B) অতুলপ্রাসাদ 

25. সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' ছবির সংগীত পরিচালনা করেছিলেন-
(A) ওস্তাদ বিলায়েৎ খাঁ                           
(B) বিসমিল্লা খাঁ
(C) পণ্ডিত রবিশঙ্কর
(D) সত্যজিৎ রায়
উত্তর : (C) পণ্ডিত রবিশঙ্কর 

26. পক্ষীর দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন-
(A) গুরুদয়াল চৌধুরী
(B) রূপচাঁদ 
(C) রূপকুমার
(D) নিধুবাবু
উত্তর : (B) রূপচাঁদ  

27. অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন-
(A) টপ্পা গানের জন্য 
(B) শাক্তগীতির জন্য 
(C) কবিগানের জন্য
(D) বাউল গানের জন্য
উত্তর : (C) কবিগানের জন্য 

28. 'নবজীবনের গান' কার রচনা।
(A) জ্যোতিরিন্দ্র মৈত্র
(B) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(C) সলিল চৌধুরী
(D) হেমাঙ্গ বিশ্বাস
উত্তর : (A) জ্যোতিরিন্দ্র মৈত্র 

29. বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি?
(A) যদুভট্টের
(B) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের
(C) সুধীরলাল চক্রবর্তীর
(D) রবীন্দ্রনাথ ঠাকুরের
উত্তর : (D) রবীন্দ্রনাথ ঠাকুরের 

30. 'হাফ আখড়াই' গানের জন্ম দেন-
(A) নিধুবাবু
(B) ঈশ্বরগুপ্ত
(C) মোহনচাঁদ বসু
(D) রসিকচন্দ্র রায়
উত্তর : (C) মোহনচাঁদ বসু 

31. 'ভারতবর্ষ সূর্যের এক নাম' গানটি লিখেছেন-
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) অজয় চক্রবর্তী
(C) শিবদাস বন্দ্যোপাধ্যায়
(D) জ্যোতিরিন্দ্র মৈত্র
উত্তর : (C) শিবদাস বন্দ্যোপাধ্যায় 

▶ লেখকের শেষকথা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষায় 7 ধরনের (Types) MCQ প্রশ্ন আসবে। আর আমাদের সাজেশন বইগুলিতে 7 ধরনের(Types) MCQ প্রশ্নগুলির উত্তর সহ খুব সুন্দর করে সাজানো রয়েছে। বইগুলির Sample Copy দেখতে এখানে ক্লিক করো।  
✅ সাজেসন বইটি পেতে এখানে - ক্লিক করো

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3