Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন 2025 | Class 12 History Suggestion 2025

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন 2025

ভূ(caps)মিকা : WBCHSE বোর্ডের নতুন নিয়ম অনুসারে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাসে মোট 40 নম্বর অর্থাৎ 40 টি MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে। তাই তোমাদের ইতিহাস সিলেবাসের Unit : 1 থেকে তিনটি অধ্যায় পড়তে হবে, সেগুলি হল - প্রথম অধ্যায় : বৈদেশিক পর্যটকদের বিবরণ, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সংমিশ্রণ, তৃতীয় অধ্যায় : সাম্রাজ্যিক রাজধানী। এই তিনটি অধ্যায় থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 20 নম্বর অর্থাৎ 20টি MCQ প্রশ্ন আসবে। এবং Unit : 2 থেকে দুটি অধ্যায় পড়তে হবে, সেগুলি হল- চতুর্থ অধ্যায় : উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ এবং পঞ্চম অধ্যায় : উপনিবেশিক নিয়ন্ত্রণযন্ত্র। এই দুটি অধ্যায় থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 20 নম্বর অর্থাৎ 20টি MCQ প্রশ্ন আসবে। তাহলে মোট (20+20=40)। তাই আমি তোমাদের সুবিধার জন্য প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দিলাম।

class 12 semester 3 history suggestion 2025

Class 12 History Suggestion 2025

ℹ️ তথ্য: দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন বই(PDF) প্রকাশিত হয়েছে !
প্রথম অধ্যায় : বৈদেশিক পর্যটকদের বিবরণ

1. ভারত ভ্রমণ বিষয়ক ইবন বতুতার বিখ্যাত গ্রন্থটি হল-
(A) ফুতুহ-উস-সালাতিন
(B) কিতাব-উল-রিহলা
(C) আলমা-গেস্ত
(D) সবগুলি ভুল
Ans : (B) কিতাব-উল-রিহলা 

2. 'দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো' গ্রন্থটির লেখক হলেন-
(A) আবদুর রজ্জাক
(B) ইবন বতুতা
(C) মার্কো পোলো
(D) টমাস রো
Ans : (C) মার্কো পোলো 

3. মার্কো পোলোর ভারত ভ্রমণকালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য ছিল-
(A) ভুট্টা
(B) জোয়ার 
(C) ধান 
(D) গম 
Ans : (C) ধান 

4. অল-বিরুনির ভারত ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত গ্রন্থটি হল-
(A) তহকিক-ই-হিন্দ
(B) কিতাব-উল-রিহলা
(C) আল-তানজিম
(D) সবগুলি ভুল
Ans : (A) তহকিক-ই-হিন্দ 

5. 'কিতাব-উল-হিন্দ' গ্রন্থটির লেখক হলেন-
(B) ইবন বতুতা
(C) মার্কো পোলো
(D) টমাস রো
Ans : (A) অল-বিরুনি 

6. কোন ঐতিহাসিকের বর্ণনায় মোগল যুগের সতীদাহপ্রথার বিবরণ পাওয়া যায়?
(A) আল মাসুদি
(B) আবদুর রজ্জাক
(C) বার্নিয়ে
(D) নিকোলো কন্টি 
Ans : (C) বার্নিয়ে 

7. 'দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণির লোক নেই' বলেছিলেন-
(A) বার্নিয়ে
(B) ইবন বতুতা
(C) নিকোলো কন্টি
(D) মার্কো পোলো
Ans : (A) বার্নিয়ে 

8. মার্কো পোলো কত খ্রিস্টাব্দে ভারতের করমণ্ডল উপকূলে পৌঁছান।
(A) 1290 (C) 1292 খ্রিস্টাব্দে 
(B) 1290 খ্রিস্টাব্দে 
(C) 1292 খ্রিস্টাব্দে 
(D) 1290 খ্রিস্টাব্দে 
Ans : (C) 1292 খ্রিস্টাব্দে 

9. ________ ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চিনে এসেছিলেন।
(A) বার্নিয়ে
(B) ইবন বতুতা
(C) নিকোলো কন্টি
(D) মার্কো পোলো
Ans : (D) মার্কো পোলো 

10. বিবৃতি (i): বার্নিয়ে পেশায় ছিলেন একজন চিকিৎসক।
বিবৃতি (ii): বার্নিয়ে 'মুরুজজ জাহাব' নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা।
ইবন বতুতা।
(A) বিবৃতি (i) এবং (ii) উভয়ই সত্য
(B) বিবৃতি (i) এবং (ii) উভয়ই মিথ্যা
(C) বিবৃতি (i) সত্য কিন্তু বিবৃতি (ii) মিথ্যা
(D) বিবৃতি (ii) সত্য কিন্তু বিবৃতি (i) মিথ্যা
Ans : (C) বিবৃতি (i) সত্য কিন্তু বিবৃতি (ii) মিথ্যা 

11. আবদুর রজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ও সমাজজীবনের কথা জানা যায়?
(A) বিজয়নগর
(B) গোলকোন্ডা
(C) আহমেদনগর
(D) সবগুলি ভুল
Ans : (A) বিজয়নগর

দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2025

12. দক্ষিণ ভারতের কোন্ রাজ্য মার্কো পোলোর সময়ে মুক্তো ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল?
(A) চালুক্য
(B) চোল
(C) পাণ্ড্য বা মাবার
(D) পল্লব
Ans : (C) পাণ্ড্য বা মাবার 

13. নীচের কে 'খাম্বাত' শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন-
(A) মার্কো পোলো
(B) বার্নিয়ে 
(C) মার্কো পোলো
(D) অল-বিরুনি 
Ans : (A) মার্কো পোলো 

14. ক-স্তম্ভের সঙ্গেঙ্গ খ-স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ    খ-স্তম্ভ
(i) মার্কো পোলো   (a) রাজদূত
(ii) আবদুর রজ্জাক   (b) কাজি
(iii) বার্নিয়ে      (c) বণিক
(iv) ইবন বতুতা  (d) চিকিৎসক
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(D) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)
Ans : (C) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b) 

15. এয়োদশ শতকে ভারতের সমাজ, অর্থনীতি, ধর্ম ও দর্শন সম্পর্কে আমরা ______ বিদেশি পর্যটকের বিবরণ থেকে জানতে পারি।
(A) আল মাসুদি
(B) মার্কো পোলো
(C)  অল-বিরুনি
(D) নিকোলো কন্টি
Ans : (B) মার্কো পোলো 

16. দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা কোন্ পারসিক পর্যটকের বর্ণনায় জানতে পারি ?
(A) বার্নিয়ে
(B) ইবন বতুতা
(C) আবদুর রজ্জাক
(D) মার্কো পোলো
Ans : (C) আবদুর রজ্জাক 

17. যে বিদেশি পর্যটকের লেখা থেকে সম্রাট শাহজাহানের আমলের প্রশাসনিক কাঠামোর বিষয়ে জানতে পারি তিনি হলেন-
(A) নিকোলো কন্টি
(B) ইবন বতুতা
(C) আবদুর রজ্জাক
(D) বার্নিয়ে
Ans : (D) বার্নিয়ে 

18. 'কিতাব-উল-হিন্দ' গ্রন্থটি অল-বিরুনি রচনা করেন -
(A) 1030 খ্রিস্টাব্দে 
(B) 1040 খ্রিস্টাব্দে 
(C) 1035 খ্রিস্টাব্দে 
(D) 1020 খ্রিস্টাব্দে 
Ans : (A) 1030 খ্রিস্টাব্দে 

19. মার্কো পোলো কার শাসনকালে চিনে এসেছিলেন।
(A) পায়েজ
(B) কুবলাই খান
(C) চৌ-এন-লাই
(D) চিয়াং কাই
Ans : (B) কুবলাই খান 

20. ইবন বতুতা সিন্ধু নদের তীরে উপস্থিত হন - 
(A) 1300 খ্রিস্টাব্দে
(B) 1310 খ্রিস্টাব্দে
(C) 1333 খ্রিস্টাব্দে
(D) 1350 খ্রিস্টাব্দে
Ans : (C) 1333 খ্রিস্টাব্দে 

21. যে রাজবংশের আমলে দক্ষিণ ভারতে মার্কো পোলো আসেন-
(A) চালুক্য রাজবংশ
(B) পাণ্ড্য রাজবংশ
(C) চোল রাজবংশ
(D) মোগল রাজবংশ
Ans : (B) পাণ্ড্য রাজবংশ 

22. বিজয়নগরের সমাজজীবনে দেবদাসী প্রথার উল্লেখ কোন পর্যটকের বিবরণে পাওয়া যায়?
(A) চৌ-এন-লাই
(B) বার্নিয়ে
(C) আবদুর রজ্জাক
(D) আল মাসুদি
Ans : (C) আবদুর রজ্জাক 

23. ইবন বতুতা দিল্লির কাজির পদে কত বছর নিযুক্ত ছিলেন?
(A) 7 বছর
(B) 5 বছর
(C) 8 বছর
(D) 10 বছর
Ans : (A) 7 বছর 

24. Father of Modern Geodesy বলা হয়-
(A) ইরাটোস্থেনিসকে
(B) অল-বিরুনিকে
(C) অল-মাসুদিকে
(D) টলেমিকে
উত্তরঃ (B) অল-বিরুনিকে 

25. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
(A) ১৫ বার
(B) ১৬ বার
(C) ১৭ বার
(D) ১৮ বার
উত্তরঃ (C) ১৭ বার 

26. 'একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত' বলে বিজয়নগরকে মন্তব্য করেন-
(A) আবদুর রজ্জাক
(B) ইবন বতুতা
(C) নিকোলো কন্টি
(D) মার্কো পোলো
Ans : (A) আবদুর রজ্জাক 

27. ইবন বতুতা নাগরিক ছিলেন -
(A) ইটালির ভেনিস
(B) ভারতের 
(C) মরক্কোর তাঙ্গিয়ার
(D) ফ্রান্সের
Ans : (C) মরক্কোর তাঙ্গিয়ার 

28. বার্নিয়ে-এর বর্ণনায় _____ আমলে জনসাধারণ ছিল দরিদ্র এবং প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হিন্দু রাজ্যে আশ্রয় গ্রহণ করত।
(A) শাহজাহান 
(B) জাহাঙ্গির 
(C) আকবর
(D) মোগল 
Ans : (A) শাহজাহান 

29. বার্নিয়ে-এর ভারত ভ্রমণকালে বাংলার _______ শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল।
(A) সুতি ও রেশম শিল্প
(B) লৌহ-ইস্পাত শিল্প
(C) কয়লা শিল্প
(D) মৃৎশিল্প
Ans : (A) সুতি ও রেশম শিল্প 

30. গঙ্গার মোহানার বহু দ্বীপ জনশূন্য হয়েছিল কাদের অত্যাচারে বলে বার্নিয়ে উল্লেখ করেছেন -
(A) আরাকানের জলদস্যুদের
(B) ডাকাতদের
(C) মোগল শাসকদের
(D) সবগুলি ভুল
Ans : (A) আরাকানের জলদস্যুদের 


📘  দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন বই(PDF)
📖 এই বইটিতে পাচ্ছেন:
📚 পরীক্ষার জন্য একদম সাজানো প্রশ্নের সম্ভার
✅ Chapter-wise গুরুত্বপূর্ণ MCQ
✅ WBCHSE 2025 পরীক্ষার জন্য সাজানো সাজেশন
📦 অফার সীমিত সময়ের জন্য!
🛍 ই-বুকটি পেতে WhatsApp করুন: 9883566115
🛡 মূল বইটি পাসওয়ার্ড সুরক্ষিত এবং শুধুমাত্র অনুমোদিত ছাত্রদের জন্য


দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সংমিশ্রণ

1. 'চৈতন্যচরিতামৃত' গ্রন্থটি রচনা করেন-
(A) রামানন্দ
(B) বৃন্দাবন দাস
(C) কবীরাজ
(D) কৃষ্ণদাস কবীরাজ
Ans : (D) কৃষ্ণদাস কবীরাজ 

2. ভক্তিবাদী ধর্মপ্রচারকরা ________ বিশ্বাসী ছিলেন
(A) বহুত্ববাদে
(B) একেশ্বরবাদে
(C) মানবতায়
(D) সবগুলি ভুল
Ans : (B) একেশ্বরবাদে 

3. দোঁহা রচনা করেন-
(A) কবির
(B) 
কৃষ্ণদাস কবীরাজ
(C) চৈতন্যদেব
(D) আকবর
Ans : (A) কবির 

4. ভক্তি আন্দোলনের সূচনা ভারতে প্রথম কোন অঞ্চলে হয়েছিল।
(A) মধ্যভারত
(B) আর্যাবর্ত
(C) দাক্ষিণাত্য  
(D) বঙ্গভূমি
Ans : (C) দাক্ষিণাত্য 

5. সুফিবাদে শিষ্যকে বলা হত-
(A) বীজক
(B) মুরিদ
(C) পির
(D) দরগা
Ans : (B) মুরিদ 

6. কবিরের উপদেশগুলি হিন্দি ভাষায় দুই পঙক্তির যে ছোটো ছোটো কবিতা আকারে লেখা হত, তাকে কী বলে?
(A) বীজকমূল
(B) বীজক
(C) দোঁহা
(D) কবিরকী সাথী
Ans : (C) দোঁহা 

7. চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ভারতে ছিলেন-
(A) চৈতন্যদেব
(B) কবির
(C) মইনউদ্দিন চিশতি
(D) নানক
Ans : (C) মইনউদ্দিন চিশতি 

8. শিখ ধর্মের ধর্মগ্রন্থ হল-
(A) কোরান
(B) উপনিষদ
(C) গুরুগ্রন্থ সাহিব
(D) দ্বাদশ অঙ্গ
Ans : (A) গুরুগ্রন্থ সাহিব 

9. 'বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র' বলা হত-
(A) নবদ্বীপকে
(B) কোচবিহারকে
(C) কলকাতাকে
(D) বীরভূমকে
Ans : (A) নবদ্বীপকে 

10. শ্রীচৈতন্যদেব ভক্তি আন্দোলনে যে বিশেষত্ব যোগ করেছিলেন, তা হল-
(A) মূর্তিপূজো করা
(B) নারী পূজো করা
(C) কীর্তন
(D) ঈশ্বর পূজো করা
Ans : (C) কীর্তন 

class 12 history suggestion 2025 mcq

11. নানকের উপদেশাবলি কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে?
(A) হরিপথ
(B) আদি গ্রন্থ / গুরুগ্রন্থ
(C) ত্রিপিটক
(D) অমৃতানুভব
Ans : (B) আদি গ্রন্থ / গুরুগ্রন্থ 

12. ক-স্তম্ভের সত্যে খ-স্তস্ত মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ   খ-স্তম্ভ
(i) চিশতি   (a) বিহার
(ii) সুরাবদির  (b) কাশী
(ii) ফিরদৌসি (c) দিল্লি
(iv) কবির (d) সিন্ধু ও মুলতান
বিকল্প সমূহ :
(A) (i)-(a), (ii)-(c), (ii)-(b), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(d), (ii)-(a), (iv)-(b)
(C) (i)-(b), (ii)-(c), (ii)-(a), (iv)-(d)
(D) (i)-(c), (ii)-(a), (ii)-(d), (iv)-(b)
Ans : (B) (i)-(c), (ii)-(d), (ii)-(a), (iv)-(b) 

13. মীরাবাঈ-এর আরাধ্য দেবতা ছিলেন-
(A)
 বিষ্ণু 
(B) শ্রীকৃষ্ণ
(C) ব্রহ্মা
(D) শিব
Ans : (B) শ্রীকৃষ্ণ 

14. সুফিবাদের অনুগামীদের বলা হত-
(A) ফকির
(B) মরিন
(C) যোগী
(D) খাজা
Ans : (A) ফকির 

15. বাংলায় বৈষ্ণবধর্মের / ভক্তি আন্দোলনের প্রসারে ভূমিকা নেন-
(A) শংকরাচার্য
(B) শ্রীচৈতন্যদেব
(C) মীরাবাঈ
(D) নানক
Ans : (B) শ্রীচৈতন্যদেব 

16. অসমে বৈষ্ণব ভক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন-
(A) মীরাবাঈ
(B) শ্রীমন্ত শঙ্করদেব
(C) জগন্নাথ দাস
(D) অচ্যুতানন্দ।
উত্তরঃ (B) শ্রীমন্ত শঙ্করদেব  

17. গৌড়ীয় বৈষ্ণবধর্ম মতের প্রধান প্রচারক ছিলেন-
(A) কবির
(B) শ্রীচৈতন্যদেব
(C) মীরাবাঈ
(D) নানক
Ans : (B) শ্রীচৈতন্যদেব 

18. শ্রীচৈতন্যদেব ভক্তি আন্দোলনের প্রচার করেন-
(A) খ্রিস্টীয় অষ্টাদশ শতকে
(B) খ্রিস্টীয় যোড়শ শতকে
(C) খ্রিস্টীয় সপ্তদশ শতকে
(D) খ্রিস্টীয় পঞ্চদশ দশকে
Ans : (B) খ্রিস্টীয় যোড়শ শতকে 

19. ভারতে সুরাবর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন-
(A) শেখ সিহাবুদ্দিন উমর সুহরাবর্দি
(B) শ্রীচৈতন্যদেব
(C) কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
(D) মইনউদ্দিন চিশতি
Ans : (A) শেখ সিহাবুদ্দিন উমর সুহরাবর্দি 

20. "রাম ও রহিম একই ঈশ্বরের দুটি ভিন্ন নাম" - উক্তিটি কার?
(A) 
রামানন্দ
(B) মীরাবাঈ
(C) কবির
(D) শ্রীচৈতন্য
Ans : (C) কবির

21. বিবৃতি (i): শ্রীচৈতন্যদেব পুরীধামে মৃত্যুবরণ করেছিলেন।
বিবৃতি (ii): শ্রীচৈতন্যদেব বৈয়বগুরু ঈশ্বরপুরীর কাছে কৃন্নমন্ত্রে দীক্ষিত হন।
বিবৃতি (iii): শ্রীচৈতন্যদেবের একমাত্র মুসলিম শিষ্য ছিলেন যবন হরিদাস।
বিবৃতি (iv): শ্রীচৈতন্যদেবের সমসাময়িক বাংলার সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। 
বিকল্প সমূহ :
(A) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(B) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
(D) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
Ans : (C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য

22. একেশ্বরবাদে বিশ্বাসী শ্রীমন্ত শঙ্করদেব কার উপাসক ছিলেন?
(A) রঙ্গনাথ
(B) শ্রীকৃষ্ণ
(C) রাম
(D) শিব।
উত্তরঃ (B) শ্রীকৃষ্ণ 

23. পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রধান প্রচারক ছিলেন-
(A) শ্রীচৈতন্যদেব
(B) নানক
(C) মীরাবাঈ
(D) কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
Ans : (A) শ্রীচৈতন্যদেব

24. শ্রীচৈতন্যদেবের আবির্ভাব হয়-
(A) 1486 খ্রিস্টাব্দে
(B) 1475 খ্রিস্টাব্দে
(C) 1480 খ্রিস্টাব্দে
(D) 1491 খ্রিস্টাব্দে
Ans : (A) 1486 খ্রিস্টাব্দে

25. _________ কাছে শ্রীচৈতন্য সন্ন্যাস গ্রহণ করেন?
(A) ঈশ্বরপুরী
(B) মাধবাচার্য
(C) তোতাপুরী
(D) কেশব ভারতী
উত্তরঃ (D) কেশব ভারতী

class 12 history suggestion 2025


তৃতীয় অধ্যায় : সাম্রাজ্যিক রাজধানী

 1. বাংলায় ইলিয়াস শাহি শাসনের সূচনা করেন কে ?
(A) বারবক শাহ
(B) গিয়াসউদ্দিন আজম শাহ
(C) কৃষ্ণদেব রায়
(D) শামসউদ্দিন ইলিয়াস শাহ
Ans : (D) শামসউদ্দিন ইলিয়াস শাহ

2. ইলিয়াস শাহি বংশের শেষ সুলতান ছিলেন কে?
(A) বুকনউদ্দিন বারবক শাহ
(B) নাসিরউদ্দিন মামুদ শাহ
(C) সামউদ্দিন ইউসুফ শাহ
(D) জালালউদ্দিন ফতে শাহ
Ans : (D) জালালউদ্দিন ফতে শাহ

3. বাংলায় হোসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে?
(A) ফিরোজ তুঘলক
(B) আলাউদ্দিন হোসেন শাহ
(C) ইব্রাহিম লোদি
(D) ইলিয়াস শাহ
Ans : (B) আলাউদ্দিন হোসেন শাহ

4. কোন্ সম্রাট 'দনুজমর্দনদেব' নামে খ্যাত?
(A) সিকান্দর শাহ
(B) রাজা গণেশ
(C) ইব্রাহিম লোদি
(D) ইলিয়াস শাহ
Ans : (B) রাজা গণেশ

5. কাকে 'গুণরাজ খাঁ' উপাধিতে সুলতান বারবক শাহ ভূষিত করেন?
(A) মালাধর বসুকে
(B) কবীন্দ্র পরমেশ্বরকে
(C) রূপ গোস্বামীকে
(D) সবগুলি ভুল
Ans : (A) মালাধর বসুকে

6. 'বাংলার আকবর' বলা হয় -
(A) হোসেন শাহকে
(B) ইলিয়াস শাহকে
(C) সিকান্দর শাহকে
(D) সবগুলি ভুল
Ans : (A) হোসেন শাহকে

7. আলাউদ্দিন হোসেন শাহ কাকে 'সত্যরাজ খাঁ' উপাধিটি দেন -
(A) মালাধর বসুর পুত্রকে
(B) কৃত্তিবাসকে
(C) বৃহস্পতি মিশ্রকে
(D) জয়দেবকে
Ans : (A) মালাধর বসুর পুত্রকে

8. Coloum Match Question :
      ক-স্তম্ভ              খ-স্তম্ভ
(i) শ্রীকৃষ্ণকীর্তন  (a) মালাধর বসু
(ii) শ্রীকৃষ্ণবিজয় কাব্য  (b) চন্ডীদাস
(iii) চৈতন্যচরিতামৃত  (c) কৃত্তিবাস ওঝা
(iv) বাংলা ভাষায় রামায়ণ (d) কৃষ্ণদাস কবিরাজ
বিকল্প সমূহ :
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
Ans : (B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)

9. সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন -
(A) নরসিংহ
(B) বীর সিংহ
(C) বিরূপাক্ষ
(D) কৃষ্ণদেব রায়
Ans : (C) বিরূপাক্ষ

10. কত খ্রিস্টাব্দে ইলিয়াস শাহি বংশের অবসান ঘটে?
(A) 1480 খ্রিস্টাব্দে
(B) 1487 খ্রিস্টাব্দে
(C) 1485 খ্রিস্টাব্দে
(D) 1490 খ্রিস্টাব্দে
Ans : (B) 1487 খ্রিস্টাব্দে

11. 'আমুক্তমাল্যদা' গ্রন্থটির ভাষা হল -
(A) তেলুগু
(B) হিন্দি 
(C) ইংরেজি
(D) বাংলা
Ans : (A) তেলুগু

12. খ্রিস্টাব্দে বাণীহাটির যুদ্ধ হয়েছিল?
(A) 1560 খ্রিস্টাব্দে
(B) 1550 খ্রিস্টাব্দে
(C) 1565 খ্রিস্টাব্দে
(D) 1570 খ্রিস্টাব্দে
Ans : (C) 1565 খ্রিস্টাব্দে

13. ইলিয়াস শাহ-র রাজত্বকালে দিল্লির কোন সুলতান বাংলা আক্রমণ করেন?
(A) ফিরোজ তুঘলক
(B) হোসেন শাহ
(C) ইব্রাহিম লোদি
(D) ইলিয়াস শাহ
Ans : (A) ফিরোজ তুঘলক

14. বারবক শাহ কাকে 'পণ্ডিত সার্বভৌম' উপাধি দেন?
(A) মালাধর বসুকে
(B) কৃত্তিবাসকে
(C) বৃহস্পতি মিশ্রকে
(D) নরসিংহকে
Ans : (C) বৃহস্পতি মিশ্রকে

15. কোন সুলতান চিনা সম্রাট ইয়ুংলোর কাছে দূত প্রেরণ করেন?
(A) ফিরোজ শাহ
(B) গিয়াসউদ্দিন আজম শাহ
(C) ইব্রাহিম লোদি
(D) ইলিয়াস শাহ
Ans : (B) গিয়াসউদ্দিন আজম শাহ

16. বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
(A) ফিরোজ শাহ
(B) হোসেন শাহ
(C) ইব্রাহিম লোদি
(D) ইলিয়াস শাহ
Ans : (A) ফিরোজ শাহ

17. বাংলার কোন সুলতান আমলে শ্রীচৈতন্যদেবের আবির্ভাব হয়?
(A) সিকান্দর শাহ
(B) আলাউদ্দিন হোসেন শাহ
(C) সামউদ্দিন ইউসুফ শাহ
(D) জালালউদ্দিন ফতে শাহ
Ans : (B) আলাউদ্দিন হোসেন শাহ

18. 'শরফনামা' শব্দকোষের রচয়িতা -
(A) ইব্রাহিম ফারুকি
(B) কৃত্তিবাস
(C) বৃহস্পতি মিশ্র
(D) নরসিংহ
Ans : (A) ইব্রাহিম ফারুকি

19. ইলিয়াস শাহি বংশের রাজধানী ছিল -
(A) মুরশিদাবাদ
(B) পান্ডুয়া
(C) ঢাকা
(D) লখনৌতি
Ans : (B) পান্ডুয়া

20. বাংলার কোন সুলতান হাবসি সেনাদের দমন করে বাংলায় শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করেন?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) গিয়াসউদ্দিন আজম শাহ
(C) সিকান্দর শাহ
(D) শামসউদ্দিন ইলিয়াস শাহ
Ans : (A) আলাউদ্দিন হোসেন শাহ

21. হোসেন শাহ কাকে 'সাকর মল্লিক' উপাধি দেন?
(A) মালাধর বসুকে
(B) রূপ গোস্বামীকে
(C) বিজয়গুপ্তকে
(D) সনাতন গোস্বামীকে
Ans : (D) সনাতন গোস্বামীকে

22. বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হয়—
(A) গুজরাটি
(B) দক্ষিণী
(C) বাঙালি
(D) সবগুলি ভুল
Ans : (B) দক্ষিণী

23. কত খ্রিস্টাব্দে বাংলায় হোসেন শাহি বংশের শাসন শুরু হয়?
(A) 1485 খ্রিস্টাব্দে
(B) 1490 খ্রিস্টাব্দে
(C) 1493 খ্রিস্টাব্দে
(D) 1495 খ্রিস্টাব্দে
Ans : (C) 1493 খ্রিস্টাব্দে

24. কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় রাজনীতি বিষয়ক এক সাহিত্যগ্রন্থ হল—
(A) আমুক্তমাল্যদা
(B) চৈতন্যচরিতামৃত
(C) আভঙ্গ
(D) সবগুলি ভুল
Ans : (A) আমুক্তমাল্যদা

25. Coloum Match Question :
    ক-স্তম্ভ          খ-স্তম্ভ
(i) রূপ গোস্বামী  (a) চৈতন্যভাগবত 
(ii) শ্রীধর     (b) মনসামঙ্গল
(iii) বৃন্দাবন দাস  (c) বিদ্যাসুন্দর
(iv) বিপ্রদাস  (d) বিদগ্ধমাধব ও ললিতমাধব
বিকল্প সমূহ :
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)
(B) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
Ans : (C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)

26. বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়—
(A) 1330 খ্রিস্টাব্দে
(B) 1336 খ্রিস্টাব্দে
(C) 1335 খ্রিস্টাব্দে
(D) 1339 খ্রিস্টাব্দে
Ans : (B) 1336 খ্রিস্টাব্দে

27. বাংলায় হোসেন শাহি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন—
(A) মামুদ শাহ
(B) নাসিরউদ্দিন নসরৎ শাহ
(C) আলাউদ্দিন হোসেন শাহ
(D) সিকান্দর শাহ
Ans : (C) আলাউদ্দিন হোসেন শাহ

28. হাম্পিতে বিঠ্ঠলস্বামী মন্দির নির্মাণ করেন কে?
(A) তিরুমল
(B) মামুদ শাহ
(C) কৃষ্ণদেব রায়
(D) সবগুলি ভুল
Ans : (C) কৃষ্ণদেব রায়

class 12 semester 3 history suggestion

চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ

1. আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল-
(A) ব্রিটিশরা
(B) ওলন্দাজরা
(C) ফরাসিরা
(D) পোর্তুগিজরা
Ans : (D) পোর্তুগিজরা

2. 1843 সালে চিনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয়?
(A) পিকিং-এর সন্ধি
(B) বগের সন্ধি
(C) টিয়েনসিনের সন্ধি
(D) নানকিং-এর সন্ধি
Ans : (B) বগের সন্ধি

3. 'নতুন বিশ্ব' কথাটি প্রথম ব্যবহার করেন -
(A) ক্যাপটেন কুক
(B) ওয়াল্টার র‍্যালে
(C) কলম্বাস
(D) আমেরিগো ভেসপুচি
Ans : (D) আমেরিগো ভেসপুচি

4. ভাস্কো-দা-গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন?
(A) দমন
(B) কালিকট
(C) গোয়া
(D) কোচিন
Ans : (B) কালিকট

5. যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য দেশে শাসন কায়েম করে, তা হল –
(A) সামরিকবাদ
(B) সাম্রাজ্যবাদ
(C) জাতীয়তাবাদ
(D) মানবতাবাদ
Ans : (B) সাম্রাজ্যবাদ

6. 'দ্য ওয়েলথ অব নেশনস' গ্রন্থের লেখক-
(A) হবসন
(B) অমর্ত্য সেন
(C) অ্যাডাম স্মিথ
(D) লেনিন
Ans : (C) অ্যাডাম স্মিথ

7. চিনে ইউরোপীয় বাণিজ্যিক সম্পর্ক ______ বন্দর দিয়ে শুরু হয়?
(A) সাংহাই
(B) ক্যান্টন
(C) ম্যাকাও
(D) নানকিং
Ans : (C) ম্যাকাও

8. বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ ছিল?
(A) ইংল্যান্ড, জাপান
(B) ভারত, দক্ষিণ আফ্রিকা
(C) ফ্রান্স, রাশিয়া
(D) সবগুলি ভুল
Ans : (B) ভারত, দক্ষিণ আফ্রিকা

9. ইন্দোনেশিয়া কোন্ ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?
(A) স্পেন
(B) ফ্রান্স
(C) ইংল্যান্ড
(D) হল্যান্ড
Ans : (D) হল্যান্ড

10. পিকিং কনভেনশন (সন্ধি) কবে স্বাক্ষরিত হয়?
(A) 1842 খ্রি.
(B) 1858 খ্রি.
(C) 1843 খ্রি.
(D) 1860 খ্রি.
Ans : (D) 1860 খ্রি.

11. পাবলো পিকাসো _____ দেশের চিত্রশিল্প দ্বারা প্রভাবিত হন
(A) ভারতের
(B) চিনের
(C) গ্রিসের
(D) আফ্রিকার
Ans : (D) আফ্রিকা

12. 1842 সালের 29 আগস্ট, চিনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয়?
(A) নানকিং-এর সন্ধি
(B) টিয়েনসিন-এর সন্ধি
(C) বগ-এর সন্ধি
(D) পিকিং-এর সন্ধি
Ans : (A) নানকিং-এর সন্ধি

13. শিল্পবিপ্লব সর্বপ্রথম ______ শুরু হয়েছিল?
(A) জার্মানিতে
(B) রাশিয়ায়
(C) ইংল্যান্ডে
(D) ফ্রান্সে
Ans :
(C) ইংল্যান্ডে

23. 'কৃয়াঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা' — এই ধারণাটি কে প্রচার করেন?
(A) জেমস মিল
(B) জেরেমি বেত্থাম
(C) টমাস মেকলে
(D) রুডইয়ার্ড কিপলিং
Ans : (D) রুডইয়ার্ড কিপলিং

15. শিমনোসেকির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(A) চিন-জাপান
(B) রুশ-চিন
(C) বুশ-জাপান
(D) চিন-ফ্রান্স
Ans : (A) চিন-জাপান

16. 'রেড ইন্ডিয়ান' নামে কারা পরিচিত?
(A) উত্তর আমেরিকার অধিবাসীরা
(B) লাতিন আমেরিকার অধিবাসীরা
(C) পশ্চিম আমেরিকার অধিবাসীরা
(D) দক্ষিণ আমেরিকার অধিবাসীরা
Ans : (A) উত্তর আমেরিকার অধিবাসীরা

17. ভাস্কো-দা-গামা ছিলেন-
(A) ইংরেজ
(B) পর্তুগিজ
(C) জার্মান
(D) স্পেনীয়
Ans : (B) পর্তুগিজ

18. "সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ"— এই কথাটি বলেছেন-
(A) হবসন
(B) অ্যাডাম স্মিথ
(C) লেনিন
(D) রুডইয়ার্ড কিপলিং
Ans : (C) লেনিন

19. Column Match Question Type
ক-স্তম্ভ   খ-স্তম্ভ
(i) সাম্রাজ্যবাদ    (a) লেনিন 
(ii) ধনতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা (b) চিন
(iii) মার্কেন্টাইলবাদ  (c) কার্ল মার্কস
(iv) ক্যান্টন বাণিজ্য  
(d) অ্যাডাম স্মিথ
বিকল্পসমূহ :
(A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)
(C) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(D) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)
Ans : (C) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)

20. ভারতবর্ষে উপনিবেশ ছিল-
(A) হল্যান্ডের
(B) বেলজিয়ামের
(C) ব্রিটেনের
(D) জাপানের
Ans : (C) ব্রিটেনের

21. 'ইম্পিরিয়ালিজম: এ স্টাডি' বইটির লেখক কে?
(A) এরিক হবসবম
(B) লেনিন
(C) জে এ হবসন
(D) অ্যাডাম স্মিথ
Ans : (C) জে এ হবসন

22. চিনে বিদেশিদের উপর কঠোর নীতি __________ নামে পরিচিত ছিল।
(A) কো-হং নীতি
(B) নজরানা
(C) রুদ্ধদ্বার নীতি
(D) মুক্তদ্বার নীতি
Ans : (C) রুদ্ধদ্বার নীতি

Class 12 3rd Semester History Suggestion 2025

পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক নিয়ন্ত্রণযন্ত্র

1. আলিনগরের চুক্তি কার সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল?
(A) ফরাসি ও মীর কাসিম
(B) ফরাসি ও সিরাজ-উদ-দৌলা
(C) ইংরেজ ও সিরাজ-উদ-দৌলা
(D) ইংরেজ ও টিপু সুলতান
Ans : (C) ইংরেজ ও সিরাজ-উদ-দৌলা 

2. 'স্বত্ববিলোপ নীতি' চালু হয়-
(A) ১৮৪৫ খ্রিস্টাব্দে
(B) ১৮৪৪ খ্রিস্টাব্দে
(C) ১৮৪৮ খ্রিস্টাব্দে
(D) ১৮৪৬ খ্রিস্টাব্দে
Ans : (C) ১৮৪৮ খ্রিস্টাব্দে

3. অধীনতামূলক মিত্রতা নীতি ______ প্রবর্তন করেন।
(A) কর্নওয়ালিশ
(B) লর্ড অ্যামহার্স্ট
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড ডালহৌসি
Ans : (C) লর্ড ওয়েলেসলি

4. ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন কে?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড কর্নওয়ালিশ
(C) লর্ড ওয়েলেসলি
(D) উইলিয়ম বেন্টিঙ্ক
Ans : (B) লর্ড কর্নওয়ালিশ

5. বাংলায় 'দ্বৈত শাসন ব্যবস্থা' চালু করেন।
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড কর্নওয়ালিশ
(C) রবার্ট ক্লাইভ
(D) লর্ড ওয়েলেসলি
Ans : (C) রবার্ট ক্লাইভ

6. বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়?
(A) ১৭৬৬ খ্রিস্টাব্দে
(B) ১৭৬৪ খ্রিস্টাব্দে
(C) ১৭৬৯ খ্রিস্টাব্দে
(D) ১৭৬৬ খ্রিস্টাব্দে
Ans : (B) ১৭৬৪ 
খ্রিস্টাব্দে

7. প্রথম ভারতে চা-শিল্পের সূচনা কোথায় হয়েছিল?
(A) আসাম
(B) দার্জিলিং
(C) কেরালা
(D) হিমাচল প্রদেশ
Ans: (A) আসাম

8. বিবৃতি (A): অবশিল্পায়ন হল শিল্পায়নের বিপরীত অবস্থা।
কারণ (R): ঊনবিংশ শতকে ব্রিটিশ শোষণ কুটিরশিল্প ধ্বংস করেছিল।

বিকল্প সমূহ :
(A) উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) উভয়ই সঠিক কিন্তু R, A-এর ব্যাখ্যা নয়
(C) A সঠিক, R ভুল
(D) R সঠিক, A ভুল
Ans : (A) উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা 

9. কবে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ?
(A) 1853 খ্রিস্টাব্দে
(B) 1754 খ্রিস্টাব্দে
(C) 1851 খ্রিস্টাব্দে
(D) 1800 খ্রিস্টাব্দে
Ans : (A) 1853 খ্রিস্টাব্দে 

10. সতীদাহ প্রথা _______ নিষিদ্ধ করেন?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড ওয়েলেসলি
(C) লর্ড ডালহৌসি
(D) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ans : (D) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 

11. ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) রবার্ট ক্লাইভ
(B) ওয়ারেন হেস্টিংস
(C) স্যার জন শোর
(D) লর্ড কর্নওয়ালিশ
Ans : (B) ওয়ারেন হেস্টিংস  

12. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
(A) 1700 খ্রিস্টাব্দে
(B) 1808 খ্রিস্টাব্দে
(C) 1800 খ্রিস্টাব্দে
(D) 1849 খ্রিস্টাব্দে
Ans : (C) 1800 খ্রিস্টাব্দে

13. কে বাংলায় ১৭৭২ সালে দ্বৈত শাসনের অবসান ঘটান?
(A) রবার্ট ক্লাইভ
(B) ভ্যান্সিটার্ট
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড ওয়েলেসলি
Ans : (C) ওয়ারেন হেস্টিংস

14. ভারতীয় রেলপথের সূচনা কে করেন?
(A) 
লর্ড ওয়েলেসলি
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড কর্ণওয়ালিশ
(D) ওয়ারেন হেস্টিংস
Ans: (B) লর্ড ডালহৌসি

15. ভারতে ব্রিটিশ শাসনের 'ইস্পাত কাঠামো' বলা হয়-
(A) পুলিশ বিভাগকে
(B) বিচার বিভাগকে
(C) আমলাতন্ত্রকে
(D) সামরিক বিভাগকে
Ans : (C) আমলাতন্ত্রকে

16. True False Type Question :
(i) রবার্ট ব্লুস ভারতে প্রথম চা গাছ আবিষ্কার করেন অসমের জঙ্গলে
(ii) কাউয়ালজি দাতর বোম্বাইতে প্রথম কাপড়কল গড়েন
(iii) 1814 সালে ভারতে প্রথম রানিগঞ্জে কয়লা খনি আবিষ্কৃত হয়
(iv) 1907 সালে জামশেদপুরে TISCO প্রতিষ্ঠিত হয়
বিকল্প সমূহ :
(A) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(B) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
(D) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
Ans : (D) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য

17. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন -
(A) 
উইলিয়ম বেন্টিঙ্ক 
(B) লর্ড কর্নওয়ালিশ
(C) 
ওয়ারেন হেস্টিংস 
(D) লর্ড কার্টিয়ার
Ans: (D) লর্ড কার্টিয়ার

18. কলকাতা দখলের পর সিরাজ-উদ্দৌলা কলকাতার নতুন _______নামকরণ করেন।
(A) গোবিন্দপুর
(B) আলিনগর
(C) আলিপুর
(D) সুতানুটি
Ans: (B) আলিনগর

19. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
(A) মুর্শিদকুলি খাঁ
(B) আলিবর্দি খাঁ
(C) সুজাউদ্দিন
(D) সিরাজ-উদ-দৌলা
Ans : (A) মুর্শিদকুলি খাঁ 

20. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড ক্লাইভ
(C) উইলিয়ম পিট
(D) স্যার এলিজা ইম্পে
Ans : (D) স্যার এলিজা ইম্পে

21. জামশেদপুরে Tata Iron and Steel Company (TISCO) কবে প্রতিষ্ঠিত হয়?
(A) 1901 খ্রিস্টাব্দে
(B) 1893 খ্রিস্টাব্দে
(C) 1907 খ্রিস্টাব্দে
(D) 1897 খ্রিস্টাব্দে
Ans : (C) 1907 খ্রিস্টাব্দে

22. ভারতে প্রথম রেলপথ কোথা থেকে কোথায় স্থাপিত হয়?
(A) হাওড়া – হুগলি
(B) বোম্বাই – থানে
(C) হাওড়া – বোম্বাই
(D) বোম্বাই – দিল্লি
Ans : (B) বোম্বাই – থানে
 

23. গ্যারান্টি প্রথা যুক্ত ছিল কোন বিষয়ের সঙ্গে?
(A) রেলপথের প্রসার
(B) বিনা শুল্কে বাণিজ্য
(C) চিরস্থায়ী বন্দোবস্ত
(D) শিল্পায়ন
Ans : (A) রেলপথের প্রসার 

উপসংহার : দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার সাজেশন বইটি ছাত্রছাত্রীদের খুব উপকৃত হবে। বইটি খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষায় 7 ধরনের (Types) MCQ প্রশ্ন আসবে। আর আমাদের সাজেশন বইগুলিতে 7 ধরনের(Types) MCQ প্রশ্নগুলির উত্তর সহ খুব সুন্দর করে সাজানো রয়েছে। বইটির মধ্যে সমস্ত ধরনের প্রশ্ন MCQ উত্তর দেওয়া রয়েছে।

• Comment করো :
(contact-form)
Thanks & Regards,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3