Type Here to Get Search Results !

এই ব্লগটি সন্ধান করুন

html body submit korechi WB Semester Ads-1

বৈদেশিক পর্যটকদের বিবরণ Class 12 MCQ | দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্ন উত্তর | Class 12 3rd Sem History 1st Chapter Question Answer

Unit : 1 / 1.1 : বৈদেশিক পর্যটকদের বিবরণ

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের অর্থাৎ 40টি MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে ইতিহাস সিলেবাস এর UNIT :1 এ তিনটি টপিক পড়তে হবে- 1.1/ বৈদেশিক পর্যটকদের বিবরণ, 1.2 / সাংস্কৃতিক সংমিশ্রণ এবং 1.3 / সাম্রাজ্যিক রাজধানী। এই তিনটি টপিক থেকে পরীক্ষায় 20 টি MCQ প্রশ্ন আসবেই। আমি নিচে UNIT :1 এর 1.1 / 'বৈদেশিক পর্যটকদের বিবরণ' থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম-

class 12 history mcq

class 12 3rd semester history question answer

1. ভারত ভ্রমণ বিষয়ক ইবন বতুতার বিখ্যাত গ্রন্থটি হল-
(A) ফুতুহ-উস-সালাতিন
(B) কিতাব-উল-রিহলা
(C) আলমা-গেস্ত
(D) সবগুলি ভুল
Ans : (B) কিতাব-উল-রিহলা
 

2. 'দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো' গ্রন্থটির লেখক হলেন-
(A) আবদুর রজ্জাক
(B) ইবন বতুতা
(C) মার্কো পোলো
(D) টমাস রো
Ans : (C) মার্কো পোলো 

3. বিজয়নগর সাম্রাজ্যে আবদুর রজ্জাক কতগুলি বন্দরের কথা উল্লেখ করেছেন?
(A) 200 টি
(B) 300 টি
(C) 500 টি
(D) 1000 টি
Ans : (B) 300টি 

4. অল-বিরুনির ভারত ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত গ্রন্থটি হল-
(A) তহকিক-ই-হিন্দ
(B) কিতাব-উল-রিহলা
(C) আল-তানজিম
(D) সবগুলি ভুল
Ans : (A) তহকিক-ই-হিন্দ 

5. 'কিতাব-উল-হিন্দ' গ্রন্থটির লেখক হলেন-
(A) অল-বিরুনি
(B) ইবন বতুতা
(C) মার্কো পোলো
(D) টমাস রো
Ans : (A) অল-বিরুনি 

6. পারস্যের পর্যটকের নাম হল-
(A) আবদুর রজ্জাক
(B) নুনিজ
(C) পায়েজ 
(D) সবগুলি ভুল
Ans : (A) আবদুর রজ্জাক 

7. 'দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণির লোক নেই' বলেছিলেন-
(A) বার্নিয়ে
(B) ইবন বতুতা
(C) নিকোলো কন্টি
(D) মার্কো পোলো
Ans : (A) বার্নিয়ে 

8. মার্কো পোলো কত খ্রিস্টাব্দে ভারতের করমণ্ডল উপকূলে পৌঁছান।
(A) 1290 (C) 1292 খ্রিস্টাব্দে 
(B) 1290 খ্রিস্টাব্দে 
(C) 1292 খ্রিস্টাব্দে 
(D) 1290 খ্রিস্টাব্দে 
Ans : (C) 1292 খ্রিস্টাব্দে  

9 . ________ ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চিনে এসেছিলেন।
(A) বার্নিয়ে
(B) ইবন বতুতা
(C) নিকোলো কন্টি
(D) মার্কো পোলো
Ans : (D) মার্কো পোলো 

10. মার্কো পোলো নাগরিক ছিলেন-
(A) ইটালির ভেনিস
(B) ভারতের 
(C) পোর্তুগাল
(D) মরক্কো
Ans : (A) ইটালির ভেনিস 

11. মোগল যুগের সতীদাহপ্রথার বিবরণ পাওয়া যায় _____ ঐতিহাসিকের বর্ণনায়?-
(A) আল মাসুদি
(B) আবদুর রজ্জাক
(C) বার্নিয়ে
(D) নিকোলো কন্টি 
Ans : (C) বার্নিয়ে 

12. বিজয়নগর ছিল তাঁর দেখা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর _______ বিদেশি পর্যটকের রচনায় বক্তব্যটি পাওয়া যায়।
(A) বার্নিয়ে
(B) ইবন বতুতা
(C) আবদুর রজ্জাক
(D) মার্কো পোলো
Ans : (C) আবদুর রজ্জাক 

13. আবদুর রজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ও সমাজজীবনের কথা জানা যায়?
(A) বিজয়নগর
(B) গোলকোন্ডা
(C) আহমেদনগর
(D) সবগুলি ভুল
Ans : (A) বিজয়নগর 

14. দক্ষিণ ভারতের কোন্ রাজ্য মার্কো পোলোর সময়ে মুক্তো ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল?
(A) চালুক্য
(B) চোল
(C) পাণ্ড্য বা মাবার
(D) পল্লব
Ans : (C) পাণ্ড্য বা মাবার 

15. বিবৃতি (A): ইবন বতুতা বাংলাকে 'দোজখ-পুর-ই-নিয়ামত' অর্থাৎ উত্তম জিনিসে পূর্ণ নরক বলে উল্লেখ করেছিলেন।
কারণ (R): বাংলার আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও বসবাসের অযোগ্য পরিবেশের জন্য।
(A) A সঠিক কিন্তু R ভুল
(B)  A ভুল কিন্তু R সঠিক
(C) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(D) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
Ans : (C) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা 

Class 12 3rd Sem History 1st Chapter Question Answer

16. নীচের কে 'খাম্বাত' শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন-
(A) মার্কো পোলো
(B) বার্নিয়ে 
(C) মার্কো পোলো
(D) অল-বিরুনি 
Ans : (A) মার্কো পোলো 

17. ইবন বতুতা সিন্ধু নদের তীরে উপস্থিত হন - 
(A) 1300 খ্রিস্টাব্দে
(B) 1310 খ্রিস্টাব্দে
(C) 1333 খ্রিস্টাব্দে
(D) 1350 খ্রিস্টাব্দে
Ans : (C) 1333 খ্রিস্টাব্দে 

18. এয়োদশ শতকে ভারতের সমাজ, অর্থনীতি, ধর্ম ও দর্শন সম্পর্কে আমরা ______ বিদেশি পর্যটকের বিবরণ থেকে জানতে পারি।
(A) আল মাসুদি
(B) মার্কো পোলো
(C)  অল-বিরুনি
(D) নিকোলো কন্টি
Ans : (B) মার্কো পোলো 

19. দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা কোন্ পারসিক পর্যটকের বর্ণনায় জানতে পারি?
(A) বার্নিয়ে
(B) ইবন বতুতা
(C) আবদুর রজ্জাক
(D) মার্কো পোলো
Ans : (C) আবদুর রজ্জাক 

20. যে বিদেশি পর্যটকের লেখা থেকে সম্রাট শাহজাহানের আমলের প্রশাসনিক কাঠামোর বিষয়ে জানতে পারি তিনি হলেন-
(A) নিকোলো কন্টি
(B) ইবন বতুতা
(C) আবদুর রজ্জাক
(D) বার্নিয়ে
Ans : (D) বার্নিয়ে 

21. 'কিতাব-উল-হিন্দ' গ্রন্থটি অল-বিরুনি রচনা করেন -
(A) 1030 খ্রিস্টাব্দে 
(B) 1040 খ্রিস্টাব্দে 
(C) 1035 খ্রিস্টাব্দে 
(D) 1020 খ্রিস্টাব্দে 
Ans : (A) 1030 খ্রিস্টাব্দে   

22. বিবৃতি (i): বার্নিয়ে পেশায় ছিলেন একজন চিকিৎসক।
বিবৃতি (ii): বার্নিয়ে 'মুরুজজ জাহাব' নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা।
ইবন বতুতা।
(A) বিবৃতি (i) এবং (ii) উভয়ই সত্য
(B) বিবৃতি (i) এবং (ii) উভয়ই মিথ্যা
(C) বিবৃতি (i) সত্য কিন্তু বিবৃতি (ii) মিথ্যা
(D) বিবৃতি (ii) সত্য কিন্তু বিবৃতি (i) মিথ্যা
Ans : (C) বিবৃতি (i) সত্য কিন্তু বিবৃতি (ii) মিথ্যা 

23. মার্কো পোলো কার শাসনকালে চিনে এসেছিলেন।
(A) পায়েজ
(B) কুবলাই খান
(C) চৌ-এন-লাই
(D) চিয়াং কাই
Ans : (B) কুবলাই খান 

24. ক-স্তম্ভের সঙ্গেঙ্গ খ-স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ    খ-স্তম্ভ
(i) মার্কো পোলো   (a) রাজদূত
(ii) আবদুর রজ্জাক   (b) কাজি
(iii) বার্নিয়ে      (c) বণিক
(iv) ইবন বতুতা  (d) চিকিৎসক
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(D) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)
Ans : (C) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b) 

25. দক্ষিণ ভারতের যে রাজবংশের আমলে ভারতে মার্কো পোলো আসেন-
(A) চালুক্য রাজবংশ
(B) পাণ্ড্য রাজবংশ
(C) চোল রাজবংশ
(D) মোগল 
Ans : (B) পাণ্ড্য রাজবংশ 

26. কোন পর্যটকের বিবরণে বিজয়নগরের সমাজজীবনে দেবদাসী প্রথার উল্লেখ পাওয়া যায়?
(A)  ইবন বতুতা
(B) বার্নিয়ে
(C) আবদুর রজ্জাক
(D) আল মাসুদি
Ans : (C) আবদুর রজ্জাক 

27. 'Travels in the Mogul Empire' গ্রন্থটির লেখক হলেন - 
(A)  ইবন বতুতা
(B) পল্লব
(C) আবদুর রজ্জাক
(D) বার্নিয়ে
Ans : (D) বার্নিয়ে 

28. ইবন বতুতা দিল্লির কাজির পদে কত বছর নিযুক্ত ছিলেন?
(A) 7 বছর
(B) 5 বছর
(C) 8 বছর
(D) 10 বছর
Ans : (A) 7 বছর 


• উপসংহার : আমাদের সাজেশন বইগুলি বিশিষ্ট শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে। তাই WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার সাজেশন বইগুলির(PDF) সংগ্রহ করতে পারেন - ক্লিক করো। 

SOCIAL MEDIA FOLLOW
Whatsapp Group              Click Here
Telegram             Click Here

• Comment করো :
(contact-form)
শুভেচ্ছা সহ,
WB Semester Team

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

WB Semester Ads-2

WB Semester Ads-3